বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে ট্রলার ডুবির ঘটনায় শিশুসহ ২ জনের মরদেহ উদ্ধার

ব‌রিশাল :বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কারখানা নদীতে ট্রলার ডুবির
ঘটনায় ২ জনের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ জুন) সকালে দিকে ডিসি রোডের খেয়াঘাট সংলগ্ন কারখানা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা সজিব জানান, ভোররাত ৪ টার দিকে কারখানা নদী থেকে
প্রথমে নবম শ্রেনীর ছাত্রী ও বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের পশ্চিম
ফরিদপুরের বাসিন্দা ফিরোজ খানের ১৪ বছরের মেয়ে লিনা আক্তার (নীলা)’র
মরদেহ উদ্ধার করা হয়। এরপর বেলা পৌনে ১১ টার পটুয়াখালীর বাউফল উপজেলার
ধুলিয়া ইউনিয়নের জামালকাঠির বাসিন্দা আল মামুনের ৪ বছরের শিশু সন্তান
হাফসার মরদেহ উদ্ধার করা হয়। ফরিদপুর ইউনিয়ন চেয়ারম্যান এসএম শফিকুর
রহমান ২ জনের মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাটি নদী
ভাঙ্গন কবলিত। আর নদী ভাঙ্গনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বাকেরগঞ্জ
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান,  আজ মঙ্গলবার
২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হিসেবে আরো ২ জন নিঁখোজ হওয়ার খবর ছিলো।
তবে আজ মরদেহ উদ্ধারের পূর্বেই বাকেরগঞ্জ উপজেলার দক্ষিন নলুয়ার হিরনের
ছেলে রিপন (১৮), ফরিদপুরের জামাল চাপরাশির ছেলে ইমরান (১৫) এর সন্ধান
পাওয়া গেছে। তিনি বলেন, বর্তমানে সেই হিসেবে আর কারো নিঁখোজ থাকার খবর
আমাদের কাছে নেই। তবে স্থানীয়দের মতে রিপন নামে এক যুবক এখনো নিঁখোজ
রয়েছেন। উল্লেখ্য গত রোববার (১৭ জুন) দুর্ঘটনার আগে ডিসি ঘাট থেকে
ট্রলারটি ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে কারখানা নদী পাড়ি দিয়ে শিয়ালগুনি
ঘাটে যাওয়ার কথা ছিলো। তবে হঠাৎ করে মাটির ঢেলা পড়ে পন্টুনে আঘাত হানলে
ট্রলার উল্টে যায়। এসময় যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও ৪ জন নিখোঁজ হওয়ার
খবর নিশ্চিত করে স্থানীয় প্রশাসন।  ট্রলার ডুবির ঘটনার পর রোববার দুপুর
থেকে ফায়ার সার্ভিস ও কোষ্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যায় ডুবে
যাওয়া ট্রলারটি সনাক্ত হয়। পরবর্তীতে সোমবার সকাল থেকে নৌবাহিনীর একটি দল
উদ্ধার কাজে যোগ দেয়। স্থানীয়দের দাবী, নিয়ম উপেক্ষা করে ট্রলার ঘাট থেকে
না ছেড়ে পন্টুন দিয়ে যাত্রী ওঠানোয় এই দুর্ঘটনা ঘটেছে। আর নিয়ম উপেক্ষা
করে অতিরিক্ত যাত্রী নিয়ে খেয়া পাড়াপাড়ের বিষয়ে প্রশাসনের তদারকি চেয়েছেন
স্থানীয়রা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp