বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আগৈলঝাড়ার ৪নং গৈলা ইউপি উপ-নির্বাচনে সাগর সেরনিয়াবাতকে সমর্থন দিচ্ছে সাধারন জনগন

পূলকঃ আগৈলঝাড়ার ৪নং গৈলা ইউপি চেয়ারম্যানের অস্বাভাবিক মৃত্যুর কারণে পদটি শুন্য হয়ে যায়।এখনও পর্যন্ত গণনা চলছে কাকে ইউপি চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা যায়।সাগর সেরনিয়াবাতকে আ’ লীগের দলীয় ভাবে মনোনয়ন করা হোক এবিষয়ে মতামত জানাচ্ছেন সুস্থ বিবেক সম্পন্ন মানুষ। গৈলা মডেল ইউনিয়নের উপ-নির্বাচন ২৫জুলাই।সাধারন জনগন ১০০০০ টাকা দিয়ে এবং প্রার্থী মনোনয়ন করতে সাগর সেরনিয়াবাতের মনোনয়নপত্রে ফরম পূরন করেছেন। ইউনিয়ন নির্বাচনে জেতার জন্য প্রার্থীর টাকার জোরে নয় বরং সাধারন জনগনের ভালবাসায় সবার উপরে থাকবেন সাগর সেরনিয়াবাত।সাধারন জনগন নিজেদের কষ্টের টাকায় কেনা মনোনয়নপত্রে সাগর সেরনিয়াবাতের পক্ষে ফরম পূরন করেছেন।জনসাধারনের পছন্দের প্রার্থী সাগর সেরনিয়াবাত এমনটাই বুঝা গেছে এলাকাবাসীর সাথে কথা বলে।

এলাকাবাসী আরো জানায়,সাবেক ইউপি চেয়ারম্যান লিমনের মৃত্যুতে আমরা গভীরভাকে শোকাহত।আসন্ন নির্বাচনে লিমনের মতো সৎ,সাহসী,মেধাবী,ত্যাগী,যোগ্য নেতা হিসেবে সাগর সেরনিয়াবাতই আমাদের পাশে দাঁড়াবে।সাগর সেরনিয়াবাতের হাত ধরেই আওয়ামীলীগ আরো শক্তিশালি হবে।

সরোজমিনে কথা বলে জানা যায়,আমাদের সাধারন জনগনের দাবী দলীয়ভাবে নৌকায় মনোনিত করা হোক সাগর সেরনিয়াবাতকে।আমাদের বাছাই করা প্রার্থী অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল্যায়ন করবেন।

অন্যদিকে গৈলা ইউপির সাবেক চেয়ারম্যান বরিশাল উত্তর জেলা বিএনপির যুগ্নসাধারন সম্পাদক আবুল হোসেন লাল্টু জানান,ধানেরশীষে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হবেন দলীয় প্রার্থী।

মুহাম্মাদ সাইদুর রহমান জানান,গৈলা মডেল ইউনিয়নের মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২৪জুন।২৬জুন মনোনয়নপত্র বাছাই।প্রার্থী প্রত্যাহার ৩জুলাই।সর্বশেষে ভোট গ্রহনের তারিখ আগামী ২৫জুলাই বুধবার।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp