বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে বাংলানিউজের ৮ম বর্ষপূর্তি পালন

বরিশাল : নানান আয়োজনের মধ্য দিয়ে বরিশালে ডিজিটাল মিডিয়ার স্বপ্ন সারথি বাংলানিউজের ৮ম বর্ষপূর্তি পালিত হয়েছে।বর্ষপূর্তি উপলক্ষে রোববার (০১ জুলাই) সকাল সাড়ে ৯ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কাটা হয়।এর আগে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি বিধান সরকারের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপস্থিত অতিথিরা। এসময় তারা বস্তুনিষ্ঠু সংবাদ পরিবেশক বাংলানিউজের ভবিষ্যতের পথচলা আরো সুন্দর ও সুগম হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি বাংলানিউজের মঙ্গল কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সাংসদ অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস –এমপি, বরিশাল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শহিদুল ইসলাম, ঝালকাঠি জেলার কালচারাল অফিসার মোঃ আল মামুন, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ,বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, বরিশাল উত্তর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ,জেলা বাসদের সভাপতি ইমরান হাবিব রুমন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বশির আহম্মেদ ঝুনু,ডাঃ মনিষা চক্রবর্তী। আরো উপস্থিত ছিলেন,বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, বরিশাল টেলিভিশন মিডিয়া এ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস,সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, সুশান্ত ঘোষ, আলী খান জসিম, সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক কামাল, দৈনিক কালেরকন্ঠের ব্যুরো প্রধান রফিকুল ইসলাম, চ্যানেল টোয়েন্টিফোরের কাওসার হোসেন রানা, খেলাঘর বরিশাল জেলা কমিটির সম্পাদক (প্রচার ও প্রকাশনা বিভাগ)মঈনুল হাসান সবুজ, পরিবর্তন ডটকমের জসিম উদ্দিন, যমুনা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান কাওসার হোসেন, ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো প্রধান অপুর্ব অপু, বৈশাখি টেলিভিশনের বরিশাল প্রতিনিধি মিথুন সাহা, এশিয়ান টেলিভিশনের ফিরোজ মোস্তফা, মাই টিভির পারভেজ রাসেল,  দৈনিক ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজ, সিনিয়র সাংবাদিক শামীম আহমেদ, রেহমান আনিস, বরিশাল কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি অপু রায়, দৈনিক  ‍যুগান্তরের রিপোর্টার সাঈদ পান্থ, ঢাকা টাইমস এর বতন্ময় তপু, নিউজ এডিটরস কাউন্সিলের সাধারন সম্পাদক সৈয়দ মেহেদী হাসান, দৈনিক দখিনের কাগজের বার্তা সম্পাদক শাওন খান, দৈনিক বরিশালের কথার বার্তা সম্পাদক এ এম জুয়েল, হেলথ জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের বশির আহমেদ, সাধারণ সম্পাদক তালুকদার হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক রুবেল খান, রিপোর্ট একাত্তরের এস এ মিনার, সিদ্দিকুর রহমান জনি প্রমুখ। সংক্ষিপ্ত আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানের মাঝে গত ২৯ জুন বাংলানিউজের ৮ম বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।পরে নগরের বিবির পুকুরের পূর্ব পাড় থেকে একটি র‌্যালি বের করা হয়। যা নগরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp