বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বাংলাদেশী পাসপোর্ট পেলেন লুসি হল্ট

বরিশাল ক্রাইম নিউজ ডেস্ক : বাংলাদেশী পাসপোর্ট হাতে পেয়েছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখা বৃটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্ট।শুক্রবার তিনি এই পাসপোর্টটি হাতে পান। যেটা চলতি বছরের ২৫ জানুয়ারী ইস্যু করা। বরিশাল নগরীর অক্সফোর্ড মিশনে বসে তার হাতে পাসপোর্টটি তুলে দেন বানিজ্য মন্ত্রনালয়ের যুগ্ম সচিব শফিক জামান। এসময় উপস্থিত ছিলেন এনজিও কর্মকর্তা রহিমা সুলতানা কাজল, অক্সফোর্ড মিশনের কর্মকর্তা দিপালী বাইনসহ মিশনের স্টাফরা। এ বিষয়ে লুসি হল্ট বলেন, ‘আমি খুব উচ্ছসিত বাংলাদেশী পাসপোর্ট পেয়ে। আমি এই বাংলার মাটিতেই মৃত্যুবরণ করব এবং আমাকে এখানেই সমাহিত করার কথা বলেছি। কেননা এই দেশকে আমি অনেক ভালোবাসি।

প্রসঙ্গত: ইংল্যান্ডের নাগরিক ৮৮বছর বয়সী লুসি হেলেন ফ্রান্সিস হল্ট ৫৭বছর যাবৎ বাংলাদেশে বসবাস করছেন এবং এখানে মানুষের সেবা করে আসছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ফেব্রুয়ারীতে বরিশালে আসলে নগরের বঙ্গবন্ধু উদ্যানে বসে লুসি হল্টের হাতে ভিসা ফি মওকুফ পত্র তুলে দেন। লুসির সেসময় জানান, ভিসার জন্য প্রতিবছর বিপুল পরিমান টাকা খরচ করতে হয় তাকে। তাই তিনি দ্বৈত নাগরিকত্ব চেয়েছিল। এই নিয়ে গনমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে নজরকারে প্রধানমন্ত্রীর। স্বাধীনতা যুদ্ধের সময় লুসি হল্ট বাংলাদেশের পক্ষে কাজ করা এবং সেসময়ের অবস্থা তার দেশের নাগরিকদের জানিয়েছিলেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp