বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহিরসহ স্থানীয় সাতজন সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ও উজিরপুরের সাংবাদিক জহির খান ও সাকিল মাহমুদ বাচ্চুকে পুলিশি হয়রানির প্রতিবাদে শনিবার সকালে গৌরনদীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির যৌথ উদ্যোগে বেলা ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলা প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। শেষে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রথম আলোর প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, যুগান্তরের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপন, ইত্তেফাক প্রতিনিধি ও এটিএন বাংলার গৌরনদী প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার ও চ্যানেল এস এর প্রতিনিধি খোকন আহম্মেদ হীরা, ইনকিলাব প্রতিনিধি বদরুজ্জামান খান সবুজ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক বিএম বেলাল হোসেন, সহ-সম্পাদক মনিরুজ্জামান চুন্নু, সাবেক সভাপতি সৈয়দ নকিবুল হক, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী বাবু, দপ্তর সম্পাদক এইচএম সুমন, দৈনিক ভোরের পাতার প্রতিনিধি জামিল মাহমুদ, আনন্দ টিভি’র গৌরনদী প্রতিনিধি মোল্লা ফারুক হাসান, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সহ-সম্পাদক ও নয়া দিগন্তের উজিরপুর প্রতিনিধি জহির খান, উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাকিল মাহমুদ আউয়াল, দৈনিক ন্যায় অন্যায়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি হাসান মাহমুদ, সাংবাদিক মনোতোষ সরকার, সৌরভ হোসেন, রনি মোল্লা, পরিমল বারিক, পলাশ তালুকদার, এইচএম মনিরুজ্জামান, শামীম মীর, রাসেদ আহম্মেদ, রফিকুল ইসলাম রনি, বিনয় কৃষ্ণ শিয়ালী প্রমুখ। বক্তারা সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। এ জন্য বক্তারা স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp