বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে বোর্ডে বেড়েছে পাসের হার, কমেছে জিপিএ -৫

বরিশালে গত বছরের তুলনায় বেড়েছে পাসের হার। তবে গত বছরের তুলনায় কমছে জিপিএ -৫ এর সংখ্যা। গতবার বরিশাল শিক্ষা বোর্ডে ৭০.২৪। এবারে যা বেড়ে দাড়িয়েছে ৭০.৫৫। অপরদিকে গতবার জিপিএ ৫ ছিল ৮১৫, যা কমে দাড়িয়েছে ৬৭০। এবারেও মেয়েরা পাসের ও জিপিএ-৫ হারে এগিয়ে রয়েছে।
উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। যা গত বছর ছিলো ৭০ দশমিক ২৮ শতাংশ। ফলে পাসের হার বেড়েছে দশমিক ২৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে বরিশাল মাধ্য‌মিক ও উচ্চ মাধ্য‌মিক ‌শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আ‌জিম এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এবছর বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৩৩৩ কলেজের ১১৬টি সেন্টারে ৬২ হাজার ১৭৩ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নেয়। পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। যা গত বছরে ছিলো ৭০ দশমিক ২৮ শতাংশ। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৭০ জন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp