বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বোর্ডে সর্বোচ্চ পাশের হার বরিশালের, সর্বোনিম্নে পটুয়াখালী

বরিশাল : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল জেলা ৭৬ দশমিক ৩০ ভাগ পাশের হার নিয়ে প্রথম স্থানে রয়েছে।

এছারা বোর্ডের দেয়া ফলাফলের পরিস্যংখ্যান অনুযায়ী ৬১ দশমিক ২২ ভাগ পাশের হার নিয়ে সবার নিম্নে রয়েছে পটুয়াখালী জেলা। অথচ গতবছর ৭৫ দশমিক ৫৭ ভাগ পাশের হার নিয়ে সর্বোচ্চ অবস্থানে ছিলো পটুয়াখালী জেলা।

এর বাহিরে বোর্ডের আওতাধীন ৬ জেলার মধ্যে ৭৩ দশমিক ৮৭ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ঝালকাঠি জেলা। এছাড়াও ৭০ দশমিক ১২ নিয়ে তৃতীয়তে ভোলা, ৬৮ দশমিক ৯২ নিয়ে চতুর্থ স্থানে পিরোজপুর, ৬৬ দশমিক ৭৫ নিয়ে পঞ্চমে রয়েছে বরগুনা জেলা।

এদিকে পাশের হারের পাশাপাশি জিপিএ-৫ এর দিক থেকেও এগিয়ে রয়েছে বরিশাল জেলা। এ জেলায় মোট জিপিএ-৫ এর সংখ্যা ৪২৩ টি। তবে সবচেয়ে কম ২১ টি জিপিএ-৫ পেয়েছে পাশের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ঝালকাঠি জেলা। যারমধ্যে ছেলে ৭ ও মেয়েরা ১৪ টি পেয়েছে।

পাশের হারের দিক থেকে এগিয়ে থাকা বরিশাল জেলায় ২২ হাজার ৯৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২২ হাজার ৪৮১ জন পরীক্ষায় অংশগ্রহন করে। যারমধ্যে ১৭ হাজার ১৫৪জন ফলাফলে উত্তীর্ন হয়। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ২০৬ টি এবং ছেলেরা ২১৭ টি।

আবার হারের দিক থেকে সবার নীচে থাকা পটুয়াখালী জেলায় ১১ হাজার ২৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ২৫ জন পরীক্ষায় অংশগ্রহন করে। যারমধ্যে ৬ হাজার ৭৪৯জন ফলাফলে উত্তীর্ন হয়। এ জেলায় মেয়েরা জিপিএ ৫ পেয়েছে ২৯ টি এবং ছেলেরা ১৪ টি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp