বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে ইভিএম প্রশিক্ষনে বাধা, কাউন্সিলর প্রার্থীর কাছে ব্যাখ্যা চেয়ে রিটার্নিং কর্মকর্তার নোটিশ

বরিশাল : ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহনের লক্ষ্যে ভোটারদের প্রশিক্ষনে বাধা দেয়ার ঘটনায় বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের ঠেলাগাড়ি প্রতিকের কাউন্সিলর প্রার্থী মোঃ জাকির হোসনকে ব্যাখ্যা দিতে বলেছে রিটার্নিং কর্মকর্তা। শনিবার (২১ জুলাই) দুপুরে বিষয়টি  নিশ্চিত করেছেন জেলার জেষ্ঠ্য নির্বাচন কর্মকর্তা ও সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান। সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও ইস্যুকৃত নোটিশ সূত্রে জানাগেছে, বরিশাল সিটি করপোরেশনের নির্বাচনে ১২, ২০,২১ ও ২৮ নম্বর ওয়ার্ডের ১১ টি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ওয়ার্ডগুলোতে ভোটারদের প্রশিক্ষন কার্যক্রমের উদ্যোগও নেয়া হয়। ধারাবাহিকতায় ১২ নম্বর ওয়ার্ডের নূরিয়া কিন্ডার গার্ডেন এবং কিশোর মজলিশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংলগ্ন এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নির্বাচন কর্মকর্তারা ২০ জুলাই বিকেলে ভোটারদের প্রশিক্ষনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে যান। বিকেল সাড়ে ৫ টার দিকে প্রার্থী (আওয়ামীলীগ মনোনীত) জাকির হোসেন ও তার কর্মী সমর্থকবৃন্দ প্রশিক্ষন কাজে বিভিন্ন রকমের বাধা, হুমকি, ভয়ভীতি, অকথ্য ভাষায় গালমন্দ করা, অবৈধ প্রভাব বিস্তার করা, অন্য প্রার্থীদের বিরুদ্ধ আটচরন করা এবং যন্ত্রপাতি ছিনিয়ে নিয়ে নষ্ট করার প্রচেষ্টা চালান। পাশাপাশি প্রার্থী নিজে সহকারী রিটার্নিং অফিসার ও রিটার্নিং অফিসারের সাথে অসৌজন্যমূলক আচরন করে। সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ হেলাল উদ্দিন খান বলেন, প্রার্থী ও প্রার্থী সমর্থকদের এমন আচরন সরকার এবং নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় কাজের বিরোধীএবং প্রচলিত আইন ও বিধি-বিধান পরিপন্থী। এ লক্ষে প্রার্থীর শাস্তির আওয়তায় আনাসহ প্রার্থীতা বাতিলের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশ করা হবে না তা জানতে পত্র প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে লিখিত জবাবসহ স্ব শরীরে উপস্থিত হয়ে বরিশাল সিটি করপোরেশন নির্বাচন-২০১৮ এর রিটার্নিং অফিসারের নিকট ব্যাখা প্রদানের জন্য বলা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp