বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঝালকাঠিতে নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের ওপর গরুর হাট

অনলাইন ডেস্ক// বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কের ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘরী হাটে নিষেধাজ্ঞা অমান্য করে সড়কের ওপর গরুর হাট বাসানো হয়েছে। শুধু সড়কেই নয়, পাশের বাঘরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করেও হাটের কার্যক্রম চলছে। ফলে এ সড়ক দিয়ে চলতে গিয়ে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

জানা যায়, আসন্ন ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ভোগান্তি কমাতে মহাসড়কে গরুর হাট না বসাতে প্রশাসনের নির্দেশনা থাকলেও তা মানছেন না বাঘরী হাট কর্তৃপক্ষ। বাঘরী বাজারের মধ্যে হাটের নির্ধারিত স্থান থাকা সত্ত্বেও মহাসড়কের ওপর গরুর হাট বসিয়েছেন ইজারাদাররা। ফলে বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

এ ছাড়া ঝালকাঠির গাবখান সেতুসংলগ্ন একটি খেলার মাঠ, নলছিটির চায়না মাঠ, ঝালকাঠি বাসস্ট্যান্ডসংলগ্ন গুরুদম সেতু এলাকা, নলছিটি-মোল্লারহাট সড়কের শিমুলতলা, নলছিটি-বরিশাল সড়কের দপদপিয়া জিরো পয়েন্টসংলগ্ন এলাকায় পশুর হাট বাসানো হয়েছে।

তবে এসব হাটের ইজারাদাররা জানান, কর্তৃপক্ষ উন্মুক্ত ইজারার আহ্বান করে। সে অনুসারে নগদ টাকা পরিশোধ করেই গরুর হাটের ইজারা নিয়েছেন তাঁরা।

নলছিটির স্কুলশিক্ষক মাহামুদ হোসেন চৌধুরী বলেন, নির্দিষ্ট স্থানে পশুর হাটের ইজারা দেওয়া হলেও শিমুলতলা এলাকায় রাস্তা আটকে গরুর হাট বসানো হয়েছে। অবৈধ এ হাট কেউ ইজারা দেয়নি। স্থানীয় এক ব্যক্তি জোর করে হাট বসিয়েছে। এতে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা বেগম পারুল বলেন, ‘রাজাপুরের বাঘরী বাজারে প্রতি সপ্তাহে দুই দিন নিয়মিত পশুর হাট বসে। এই হাটটি ইজারা দেওয়া আছে। এখন কোরবানিকে সামনে রেখে প্রতিদিনই হাট বসছে। কিন্তু মহাসড়ক ও স্কুল মাঠে কোনোভাবেই গরুর হাট বসানো যাবে না। এভাবে কেউ হাট বসালে আমরা ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নেব।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp