বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঝালকাঠি জেলা প্রশাসকের মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি

অনলাইন ডেস্ক : ঝালকাঠি জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মোবাইল নম্বর ক্লোন করে অফিসের কর্মচারীর কাছে টাকা চাওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন ডিসি মো. হামিদুল হক।

রোববার (১৯ আগস্ট) সকালে বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। পরে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার পাশাপাশি জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক আইডিতে সতর্কতামূলক পোস্ট দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মো. হামিদুল হক বলেন, ‘আমার ব্যবহৃত সরকারি ০১৭০৫৪১১০০০ নম্বরটি ক্লোন করে সকাল সাড়ে ১০টার দিকে অফিসের দু’জন কর্মচারীর মোবাইলে কল দেওয়া হয়। এর মধ্যে একজনের কাছে টাকা চাওয়া হয় ও অপরজনের কাছে অন্য বিষয়ে বলা হয়।’

তিনি বলেন, ‘কল দিলেও ওই নম্বরের শুরুতে শূন্য ছিলো না। এ নিয়ে সন্দেহের সৃষ্টি হলেই মূলত তখনই বিষয়টির জানাজানি হয়। পরে তাৎক্ষণিক বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে।’

এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ (সাধারণ ডায়েরি) করা হবে বলেও জানান জেলা প্রশাসক হামিদুল হক।

এদিকে জেলা প্রশাসকের ফেসবুক পেজে পৃথক দুটি স্ট্যাটাসে বলা হয়েছে, ‘‘জেলা প্রশাসক ঝালকাঠির অফিসিয়াল নম্বর ০১৭০৫৪১১০০০ ক্লোন হয়েছে। এই নম্বরের সামনে ‘০’ ব্যতিত কোনো কল এলে কোনো বিষয় কথা বললে তা গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।’

অপর স্ট্যাটাসে বলা হয়েছে, ‘ডিসি ঝালকাঠির অফিসিয়াল নম্বর ০১৭০৫ ৪১১ ০০০ ক্লোন হয়েছে। এই নম্বর থেকে কোনো অপ্রাসঙ্গিক কথা বললে গ্রহণ না করার জন্য অনুরোধ করা হলো।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp