বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল র‌্যাব-৮ এর অভিযানে জলদস্যুদের কাছে অর্থ পাচারকারী আটক

বরিশাল ক্রাইম নিউজ ডেস্ক : বরিশাল র‌্যাব-৮  এর সদস্যদের অভিযানে সুন্দরবনের জলদস্যুদের নিকট বিকাশের মাধ্যমে অর্থ পাচারকারী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২০ আগস্ট) দুপুরে র‌্যাব-৮ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

আটক মনির হোসেন (৩২) নোয়াখালি জেলার সেনবাগ থানার বাবুপুর এলাকার মৃত মহিন উদ্দিনের ছেলে।

আটকের সময় তার কাছ থেকে ৭ টি মোবাইল সেট, ১৪ টি সীম (বিকাশ ও রকেট এর কাজে ব্যবহৃত)), ৫ টি ক্যাশ ইন/আউট রেজিষ্টার উদ্ধার করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানতে পারে নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন গাজীরহাট বাজারস্থ “গাজী টেলিকম” নামক দোকানে সুন্দরবনের বিভিন্ন জলদস্যু বাহিনী কর্তৃক আটক এবং জিম্মীকৃত জেলেদের নিকট হতে আদায়কৃত মুক্তিপণের টাকা বিকাশ এজেন্টধারী মোবাইল এর মাধ্যমে লেনদেন হচ্ছে।

এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ এর বিশেষ আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুদের প্রেরিত টাকা উত্তোলনের জন্য আসা কয়েকজন দৌড়ে পালানোর সময় দোকান মালিক মনিরকে আটক করা হয়।

যার নামে একাধিক বিকাশ একাউন্ট ও ডাচ্ বাংলা ব্যাংকের রকেট একাউন্ট রয়েছে।

এদিকে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদের মনির স্বীকার করে যে, সে দীর্ঘদিন যাবত জিম্মিকৃত জেলেদের পরিবার হতে প্রাপ্ত মুক্তিপনের টাকা জলদুস্যদের কাছে বিকাশ করে আসছিলো।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp