বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

তরুনদের বরিশাল নিয়ে ভাবনার সাথে একমত নব নির্বাচিত মেয়র সাদিক

শামীম আহমেদ ॥ বরিশাল সিটি কর্পোরেশন এলাকার উন্নয়ন নিয়ে ভাবছে তরুন প্রজন্ম। আর এই ভাবনার সাথে একমত প্রকাশ করছেন বরিশাল সিটির নব নির্বাচিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। রোববার রাতে মেয়রের বাস বভনে এক মত বিনিময়র সভার মাধ্যমে নগর উন্নয়নে তরুনদের ভাবনা সম্ভলিত একটি স্মারকলিপি মেয়র সাদিক আব্দুল্লাহর হাতে তুলে দেয়া হয়। তরুনদের সংগঠন দি অডেশাস্ এর সভাপতি সাঈদ পান্থ এর সভাপতিত্বে তরুনরা পার্কিং এর স্থায়ী সমাধান চাই। বিশেষ করে নতুন ভবনের প্লানের অবশ্যই পার্কিং ব্যবস্থা থাকতে হবে। পাশাপাশি ব্যস্ততম পয়েন্টে আলাদা পার্কিং ব্যবস্থা করা। নগরীর বিবির পুকুর পাড়, জেলখানার মোড়, নতুন বাজার, চক বাজার, বাজার রোড, চৌমাথা, বাংলা বাজারসহ বিভিন্ন এলাকায় পাবলিক টয়লেট স্থাপন অথবা মোবাইল টয়লেট এর ব্যবস্থা করা। স্থায়ীভাবে ডাস্টবিন না থাকায় বাড়ি বাড়ি থেকে বর্জ্য অপসারন ও যেসব বর্জ্য রি-সাইকেল করার যোগ্য তার ব্যবস্থা করা। প্রতি ওয়ার্ডে বা প্রতি ৩ ওয়ার্ডে একটি করে পার্ক স্থাপন ও লাইব্রারী এবং খেলার মাঠের ব্যবস্থা করা। পুরাকীর্তি সংরক্ষণ ও ঐতিহ্য সংস্কার করা দেশবাসীর মাঝে উপস্থাপন করা। বঙ্গবন্ধু ও ৭ বীরশ্রেষ্ঠসহ বরিশাল এর নাম উজ্জল করেছে এমন মহৎ ব্যক্তিদের স্মৃতি স্বরুপ ভাষ্কর্য স্থাপন করা। পাশাপাশি তাঁদের সংক্ষিপ্ত জীবনী স্থাপন করা। নগরীর সৌন্দর্য্যবর্ধনে নতুন চমকপ্রদ স্থাপনা নির্মাণকরন। নগরীর কয়েকটি পয়েন্টে ওভার ব্রীজ স্থাপন করা। ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জলাবদ্ধতা দুর করা। সংকুচিত সদর রোডে যানজট নিরষণে ফাই ওভার স্থাপন করা। খালগুলো খনন ও দখলদার মুক্ত করে নৌযান চলাচলের ব্যবস্থা করা। প্রতি বছর সাংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে। এতে করে সাংস্কৃতিক চর্চায় নতুন প্রজন্মের আগ্রহ বৃদ্ধি পাবে। বিভিন্ন পয়েন্টে ফ্রি ওয়াইফাই জোন স্থাপন করা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি মোঃ রুম্মান, দুর্জয় সিংহ জয়, অনিরুদ্ধ খাসকেল হিমাদ্রী, হৃদয় সিংঘানিয়া, জয় গোপাল বিশ্বাস প্রমুখ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp