বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে আন্ত:স্কুল বিজ্ঞান-প্রযুক্তি-চিত্রমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন


ক্রাইম নিউজ ডেস্ক :: বরিশাল নগরীর প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে দুই দিনব্যাপী আন্ত:স্কুল বিজ্ঞান-প্রযুক্তি-কৃষি-গার্হস্থ্য-চিত্রমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা (২০২০)’র উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উদয়ন স্কুল মাধ্যমিক বিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার প্রলয় চিসিম।

প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার বক্তব্যে বিজ্ঞান চর্চার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবনের প্রতি গুরুত্ব আরোপ করে বলেন, বিজ্ঞান চর্চার মাধ্যমে আমাদের সত্য অনুসন্ধান করতে হবে। উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সভাপতি ফাদার লাজারুস কানু গোমেজ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণ্ডলী ক্ষুদ্র সেবিকা সংঘের প্রধান অধ্যক্ষ সিস্টার এন্থার ব্যাপারী, পাদ্রীশিবপুরের সেন্ট আলফ্রেড স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিস্টার ইভন গোমেজ, গোপালগঞ্জের বানিয়ারচরের সেন্ট মাইকেল জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক সিস্টার মেরী সিক্তা এবং বিদ্যালয়ের কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার স্যামুয়েল সবুজ বালা। সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) মোঃ মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp