বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আমতলীতে কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে কয়েকদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উপজেলার রাস্তাঘাট, হাট-বাজার বৃষ্টির বদ্ধ পানিতে সয়লাব হয়ে গেছে।

টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কের পিচঢালাই উঠে খোয়া বেড়িয়ে পড়েছে। বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

উপজেলার হলদিয়া, চাওড়া, আঠারগাছিয়া, আরপাঙ্গাশিয়া, আমতলী সদর, কুকুয়া, গুলিশাখালী ইউপির নিম্নাঞ্চল পানিতে প তলিয়ে রয়েছে এবং আমতলী পৌর এলাকার তিন নং ওয়ার্ডের হানিফ মিয়ার বাসা নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। অনেক বাড়িঘরে পানি উঠায় তারা দুর্বিসহ জীবনযাপন করছে।

ঐ এলাকার মজিবুর রহমান নামের এক কৃষি ব্যাংকের মাঠ পরিদর্শক সরকারী ১ নং খাস খতিয়ানের জমি দখল করে পাকা স্থাপনা করায় পানি নিষ্কাসনের পথ বন্দ হয়ে গেছে ফলে জলাবদ্ধতার প্রধান কারন বলে ভূক্তভোগীরা জানান।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর তিনটা পর্যন্ত টানা বৃষ্টিতে পৌর এলাকার ৩ নং ওয়ার্ডেও বিভিন্ন বাসাবাড়ী ও পৌরসভার ৪ নং ওয়ার্ডে অবস্থিত আমতলী প্রেসক্লাব ভবনের মধ্যে পানি উঠে তলিয়ে যায়। অপর দিকে বৃষ্টির কারণে শ্রমজীবীরা বেকার বসে থাকায় সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন। অব্যাহত বৃষ্টির কারণে বাজারে শাক-সবজিসহ কাঁচামালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp