বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঢাকা-বরিশাল লঞ্চের টিকিট না পেয়ে ক্ষুব্ধ অনেক যাত্রী

অনলাইন ডেস্ক :: আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকা-বরিশাল নৌপথে ঈদযাত্রার বিশেষ সার্ভিস। দিনে-রাতে ২৫টি বড় লঞ্চে চলবে যাত্রীসেবা। এরইমধ্যে সব লঞ্চের প্রথম ও দ্বিতীয় শ্রেণির টিকিট বিক্রি হয়ে গেছে। যাত্রীদের অভিযোগ, প্রতি বছরের মতো এবারো টিকিট চলে গেছে কালেবাজারিদের হাতে।

কিছুটা আরামদায়ক ভ্রমণ আর ঝক্কিঝামেলা এড়াতে দক্ষিণাঞ্চলের বেশিরভাগ মানুষের পছন্দ নৌ-পথ। বিশেষ করে বরিশালের যাত্রীদের। ঈদুল আজহায় এই অঞ্চলের প্রায় চার লাখ মানুষ নৌ-পথের যাত্রী হয় বলে জানায়, বিআইডব্লিউটিএ।

চাহিদার তুলনায় পর্যাপ্ত লঞ্চ না থাকায়, কেবিনের টিকিট যেন সোনার হরিণ। টিকিট না পেয়ে ক্ষুব্ধ অনেক যাত্রী। আর যারা টিকিট পেয়েছেন তারা দারুন খুশি।

ঢাকা-বরিশাল রুটে বেসরকারি ২৩টি এবং সরকারি দুটিসহ মোট ২৫টি লঞ্চ চলবে। জেলা প্রশাসক জানান, টিকিট কালোবাজারি রুখতে কঠোর অবস্থানে প্রশাসন।

যাত্রীর চাপ সামলাতে পল্টুনগুলো নতুন করে মেরামত করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারে তৎপর রয়েছে বিআইডব্লিউটিএ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp