বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

এফডিসিতে হামলার প্রতিবাদে পিরোজপুর সাংবাদিকদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি :: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ ও সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবিতে মানববন্ধন করেছে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ এপ্রিল) সকালে পিরোজপুর শহরের টাউন ক্লাব সড়কে সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও জুবায়ের আল মামুনের সভাপতিত্বে মানববন্ধনটি হয়।

এ সময় হামলায় জড়িত অভিনেতা জয় চৌধুরী, শিবা শানু ও আলেকজান্ডার বো কে সমিতির সদস্যপদ বাতিলসহ যথাযথ শাস্তির দাবি জানান। এছাড়া পাবনায় সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসীদের হামলায় পা ভেঙে যাওয়া সাংবাদিক মানিক হোসেনের উপর হামলাকারীদের বিচারের দাবিও জানানো হয়।

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমন চৌধুরী জানান, শিল্পী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ শেষে মঙ্গলবার বিকালে কয়েকজন শিল্পীর নেতৃত্বে সাংবাদিকদের ওপর হামলা চালায় এফডিসির কর্মীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন দৈনিক খবরের কাগজের বিনোদন প্রতিবেদক মিঠুন আল মামুন ও ক্যামেরাম্যান আরমান। আরো প্রায় ২০ জন সাংবাদিক ও ক্যামেরাম্যানকে পিঠিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। সহকর্মীর উপর হামলার কঠিন বিচারের দাবি জানান তিনি। সাংবাদিক ইউনিয়নের সভাপতি জুবায়ের আল মামুন বলেন, শুধু এফডিসিতে নয় সারাদেশের সাংবাদিকরা আজ নির্যাতিত হচ্ছে। রাষ্ট্রের কাছে জানতে চাই সাংবাদিকদের নিরাপত্তা কারা দিবে।

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমন চৌধুরীর সঞ্চালনায় মানব বন্ধনে আরো বক্তব্য দেন, সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অমিত হাওলাদার, দপ্তর সম্পাদক নাছির উদ্দীন, কার্যনির্বাহী সদস্য কবির খান, নাছিরুল্লাহ আল কাফি, জাকারিয়া প্রমুখ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp