বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আগুনে ঘরবাড়ি পুড়ে ১৮ পরিবার নিঃস্ব

অনলাইন ডেস্ক :: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৮ বসতঘর। রোববার রাতে উপজেলার জয়কা ইউনিয়নের নানশ্রী কদমতলী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রোববার রাত ১১টার দিকে কদমতলী গ্রামের কোনো এক বসতঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। তবে গ্রামের কাঁচা রাস্তা দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশে অনেক সময় লাগে।

পরে স্থানীয়দের সহযোগিতায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এর আগেই পুড়ে যায় ১৮ বসতঘরের ধান-চাল, আসবাবপত্র ও নগদ টাকা। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি প্রাথমিকভাবে জানা যায়নি। আগুনে সবকিছু হারিয়ে অসহায় পরিবারগুলো খোলা আকাশের নিচে বসবাস করছে।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. মোবারক আলী বলেন, গ্রামের সরু রাস্তা দিয়ে আমাদের বড় গাড়ি প্রবেশ করতে পারেনি। তাই ছোট গাড়ি সেখানে গিয়ে অপারেশনে অংশ নেয়। আগুনের সূত্রপাতের বিষয়ে সঠিক তথ্য জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

এদিকে, সোমবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন করিমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসিরুল ইসলাম খান আওলাদ। তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা দেয়া হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp