বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

আব্দুর রব সেরনিয়াবাতের নামে হচ্ছে বরিশাল ল’ কলেজ

অনলাইন ডেস্ক: বরিশাল ল` কলেজপ্রতিষ্ঠার ৫৫ বছর পর বরিশাল ল কলেজের নাম পরিবর্তন করা হচ্ছে। জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগ থেকে সাময়িকভাবে বহিঃষ্কৃত নেতা সৈয়দ ওবায়দুল্লাহ সাজুর আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল লকলেজের পরিচালনা পরিষদ নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত নিয়েছেন। কলেজের নাম পরিবর্তন করে ‘শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয়’করা হবে।

সূত্র জানায়, ল’ কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের কাছে লিখিতভাবে জেলা আইনজীবী সমিতির সদস্য, গণতান্ত্রিক আন্দোলন ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, ১৯৭৫ সালের ১৫ আগস্টে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের নামানুসারে বরিশাল ল কলেজের নাম পরিবর্তন করে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আইন মহাবিদ্যালয় করার আবেদন করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা প্রশাসক অতিসম্প্রতি পরিষদের সভায় উল্লেখ করেন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জেষ্ঠ্য পুত্র জেলা আওয়ামী লীগের সভাপতি ও মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন আবুল হাসানাত আব্দুল্লাহ’র বাবার নামে কলেজটির নামাকরণ করা হলে আইনানুযায়ী তিনি ২৫ লাখ টাকাসহ মোট ৫০ লাখ টাকা অনুদান দেবেন। তার প্রতিশ্রুতির ভিত্তিতে কলেজ পরিচালনা পরিষদ কলেজটির নামকরণ পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করে। প্রসঙ্গত, ১৯৬৩ সালে বরিশালের কয়েকজন চাকরিজীবীর প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রম এবং সমাজের বিভিন্ন ব্যক্তির অনুদানে প্রতিষ্ঠিত হয়েছে বরিশাল ল কলেজ।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp