বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

উজিরপুরে করোনা নিয়ে ‌‌‌‌‍`গুঞ্জন সংগীত ‌‌‍‍একাডেমি’ নতুন গান (ভিডিও)

রিপোর্ট অলিউল্লাহ:: বরিশালের উজিরপুরে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে গান গাইলেন “গুঞ্জন সংগীত একাডেমি” শিল্পীরা। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের থাবা। এই সময়ের আতঙ্ক প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশেও। দেশবাসীকে সচেতন করতে করোনা নিয়ে সচেতনতার গান বাঁধছেন গুঞ্জন সংগীত শিল্পীরা।এই লকডাউনে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন বিভিন্ন ছবি, ভিডিও, লেখা পোস্ট করছেন। বাড়ির বাইরে বেরোনোর উপায় নেই? তাই করোনা ভাইরাস নিয়ে গান গেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে সচেতন করতে চেয়েছেন, গুঞ্জন সংগীত একাডেমি শিল্পীরা। করোনা ভাইরাস নিয়ে গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে গতকাল শুক্রবার গুঞ্জন সংগীত একাডেমি ফেইসবুক পেইজে।

গানে শিল্পীরা তাদের কন্ঠে গেয়েছেন, করোনারে করোনা ধরলে কিন্তু ছাড়েনা, রাজা বাদশাহ কিছুই মানানে না হায়রে, প্রধানমন্ত্রীর কথা শুনোনা, রাস্তা কিংবা চায়ের দোকানে আড্ডা মারো আপন মনে পুলিশ দেখলে করো বাহানা….
কথাঃ মোঃ ফরিদ হোসেন,শিল্পীঃ ইমরান নাজির, সায়লা আঞ্জুমান, সাইফুল ইসলাম, সিয়াম, মুনিয়া ও ফরিদ হোসেন

সুরঃ সংগ্রহ, ভিডিও-ইউনিট অনির্বাণ

সার্বিক তত্ত্বাবধানেঃ জিয়াউল আহসান, অফিসার ইনচার্জ, উজিরপুর মডেল থানা, বরিশাল।

পরিচালনাঃ গুঞ্জন সংগীত একাডেমি, উজিরপুর।

আশঙ্কা প্রকাশ করে গুঞ্জন সংগীত একাডেমি শিল্পীরা বরিশাল বাণীকে বলেন, ‘আমাদের কাজ হল নানা বিষয়কে গানের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা। তাই এই সঙ্কটময় পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ে গানের মাধ্যমে সচেতনতা প্রচারের চেষ্টা করলাম।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp