বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

কুয়াকাটায় জেলেদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির ৮ টি ‘সেইল ফিস’

কুয়াকাটা প্রতিনিধি :: কুয়াকাটায় গভীর সমুদ্রগামী জেলেদের জালে ধরা পড়েছে বিশালাকার বিরল প্রজাতির ৮টি মাছ। স্থানীয় জেলেরা মাছটিকে পাখি মাছ নামে চিনলেও এর প্রকৃত নাম ‘সেইল ফিস’। মৎস্য কর্মকর্তা এই তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

গতকাল বুধবার রাতে বঙ্গোপসাগরের বৈরাগী বয়া সংলগ্ন এলাকায় নুরুন্নবী মাঝির জালে এ পাখি মাছ ধরা পড়ে। ৮টি মাছের মধ্যে ৩টির ওজন ৬০ কেজি করে, ৪টির ওজন ৫৫ কেজি করে ও অপর একটির ওজন ৪০ কেজি।

আজ বৃহস্পতিবার দুপুরে মৎস্য বন্দর মহিপুরের আড়তপট্টিতে মাছগুলো বিক্রির জন্য নিয়ে আসা হয়। মহিপুরের আড়তদার পিন্টু ভদ্র সাকল্যে আনুমানিক ১২ মণ ওজনের এ মাছ গুলি ৪৫ হাজার টাকায় ক্র‍য় করেন।

স্থানীয় বাজারে এ মাছের চাহিদা না থাকায় সাতক্ষীরার বাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে।মাছগুলো এক নজর দেখতে ভিড় জমায় লোকজন।

নুরুন্নবী মাঝি বলেন, প্রায় ১০ ফুট দৈর্ঘ্য ও ২ ফুট প্রস্থের ৩টিসহ মোট ৮টি পাখি মাছ জালসহ ট্রলারে তুলতে তাদের বেশ বেগ পেতে হয়েছে।

আড়তদার পিন্টু ভদ্র জানান, বৈরী আবহাওয়ার কারণে ক্রেতা কম থাকায় তুলনামূলক কম দামে মাছগুলি ক্রয় করেছেন।

পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ বলেন, এলাকার মানুষ এটিকে পাখি মাছ নামে চিনলেও এটির নাম সেইল ফিশ। দ্রুতগামী এ মাছ খেতে খুব সুস্বাদু হওয়ায় বাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে। এ মাছ গভীর সমুদ্রে বেশি দেখা যায়।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp