বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

কুয়াকাটায় ৮ খাবার হোটেলকে জরিমানা

কুয়াকাটা প্রতিনিধি :: পর্যটন নগরী কুয়াকাটায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশন এবং পচাঁবাসি খাবার মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ৮টি খাবার হোটেলকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে।

আজ মঙ্গলবার দুপুরে পটুয়াখালী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম ও মো. এরফান উদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা স্যানিটেশন ইনস্পেকটর মো. মহিউদ্দিন আল মাসুদ। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন র‌্যা-৮ এর পটুয়াখালী কোম্পানি কমান্ডার মো. রহিচ উদ্দিন (সিপিসিআই) র‌্যাব সদস্যরা।

কুয়াকাটা জিরো পয়েন্ট চৌরাস্তার মোড়ে অবস্থিত হোটেল খাবার ঘর যমুনা হোটেলে, বৈশাখী হোটেল-(১) বৈশাখী হোটেল-(২) মা-বাবার দোয়া, পটুয়াখালী জয় হোটেলে, মায়ের দোয়া হোটেল এবং জোয়ার ভাটা হোটেলসহ মোট ৮টি খাবার হোটেলকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

পটুয়াখালী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলাম জানায়, কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যহত থাকবে। কুয়াকাটাকে সামগ্রীক শৃঙ্খলার মধ্যে আনার প্রাথমিক কার্যক্রম এটি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp