বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

চরফ্যাশনে কোষ্টগার্ডের অভিযানে ৩ জেলেসহ ৩০ হাজার মিটার জাল আটক

এম, নোমান চৌধুরী চরফ্যাশন :: অবরোধের ১২তম দিনে ভোলার চরফ্যাশন উপজেলার বুড়া গৌরাঙ্গ নদীর বিভিন্ন এলাকা শুক্রবার (১৫ অক্টোবর ) ভোর ৫ টা থেকে সকাল ১০টা পর্যন্ত অভিযান পরিচালনা করে ৩ জেলেসহ ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ছোট ৩টি টলার আটক করেছে কোষ্টগার্ড চরমানিকা আউটপোষ্ট কন্টিনজেন্ট।

এ সময় জালে আটকে থাকা ৪০ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাছগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশক্রমে স্থানীয় ৩টি এতিমখানায় দেয়া হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালীউল্লাহ জানান, বুড়ো গৌরঙ্গ নদীর, নজরুল নগর ইউনিয়নের নলুয়া সুলিজ নামক এলাকায় অভিযান পরিচালনাকালীন নদীতে ৩ জেলেসহ ৩০ হাজার মিটার কারেন্টজাল ও ৩টি ট্রলার আটক করা হয়।

সকালে উপজেলা মৎস্য মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারের নির্দেশে জেলেদেরকে দক্ষিণ আইচা থানায় হস্তান্তর করা হয়। চরকচ্ছপিয়া কোষ্টগার্ডের নির্মাণাধীন অফিসের সামনে কারেন্ট জাল গুলো পুড়িয়ে দেয়া হয়।

বাংলাদেশ কোষ্টগার্ড চর মানিকা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার এম ওয়ালীউল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp