বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

চরফ্যাশনে ভারতীয় ট্রলারসহ ১৫ জেলে আটক

চরফ্যাসন (ভোলা) প্রতিনিধি :: ভোলার চরফ্যাসন উপজেলা দক্ষিণ আইচা থানার চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খানের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী ভারতীয় ট্রলারসহ ১৫ জন জেলেকে আটক করেছে।

বাবুর হাট সংলগ্ন তেঁতুলিয়া নদীতে বুধবার রাতে অভিযানেকালে ভারতীয় মাছের ট্রলার ও ভারতীয় এক নাগরিকসহ ১৫ জেলেকে আটক করেছেন।

আটককৃতদের ভারতীয় নাগরিক অর্জুন দেবনাথকে বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ আইচা থানায় সোপর্দ করেছেন কোস্টগার্ড।

আটককৃত ভারতীয় নাগরিক অর্জুন দেবনাথ পশ্চিমবঙ্গের বর্ধমানের দুপরাজপুর গ্রামের নারায়ন দেবনাথ ছেলে। আটককৃত অপর জেলেদের বাড়ি ভোলার লালমোহন উপজেলায়।

কোস্টগার্ড চর মানিকা কন্টিনজেন্ট কমান্ডার বেলায়েত হোসেন খান সত্যতা নিশ্চিত করে বলেন- ভারতীয় নাগরিক অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় তাকে থানায় সোর্পদ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয় জেলে, ট্রলারসহ সামুদ্রিক মাছের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ব্যবস্থা নিবেন।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ এর সত্যতা নিশ্চিত করে বলেন- ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ ভাবে অনুপ্রবেশ করায় সেই ধারায় মামলা হবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp