বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

চেক প্রজাতন্ত্রে প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রে আগুন, নিহত অন্তত ৮

অনলাইন ডেস্ক ::: মধ্য ইউরোপের দেশ চেক প্রজাতন্ত্রে প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৬ জন। যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বিবিসি ও আলজাজিরার প্রতিবেদনে এ দুর্ঘটনার খবর জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার সকালে চেক প্রজাতন্ত্রের পশ্চিমে অবস্থিত জার্মান সীমান্তবর্তী ভিপ্রেতি নামক শহরের একটি প্রতিবন্ধী আশ্রয়কেন্দ্রে হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে এই হতাহতের ঘটনা ঘটে। তবে আগুন লাগার কোনো কারণ এখনো জানতে পারেনি দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানান, অগ্নিদগ্ধদের অনেকেই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। হতাহতদের উদ্ধারে সহায়তা করছে প্রতিবেশী দেশ জার্মানির উদ্ধারকারীরাও। জার্মানির দুটিসহ মোট সাতটি অ্যাম্বুলেন্স রয়েছে ঘটনাস্থলে।

তবে বিরুপ আবহাওয়ার কারণে ঘটনাস্থলে হেলিকপ্টার অবতরণ করানো যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, ১৯৯০ সালের পর এটিই চেক প্রজাতন্ত্রের দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী অগ্নিকাণ্ডের ঘটনা। এর আগে ২০০০ সালে রাজধানী প্রাগে এক অগ্নিকাণ্ডে নয়জন প্রাণ হারান।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp