বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ঝালকাঠিতে নির্মাণ শেষের আগেই ১৩ কোটি টাকার মডেল মসজিদে ফাটল

ঝালকাঠি প্রতিনিধি :: ঝালকাঠির রাজাপুরে নির্মিতব্য মডেল মসজিদে ফাটল দেখা দিয়েছে। মূল মসজিদের মিনার অংশে এ ফাটল দেখা দেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, দেশের প্রতিটি জেলা-উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণের অংশ হিসেবে রাজাপুরে ২০১৮ সালের শেষের দিকে খান বিল্ডার্স নামে বরিশালের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান তের কোটি টাকা ব্যয়ে এ মসজিদের নির্মাণ শুরু করে। বর্তমানে মসজিদের নির্মাণ কাজ শেষের পথে। বুধবার বিকেলে স্থানীয় কয়েকজন বাসিন্দারা মসজিদের মিনার অংশের চারদিকের দেয়ালে ফাটল দেখতে পেলে বিষয়টি জানাজানি হয়।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন ,মসজিদের মূল অংশের পাইলিং ঠিক থাকলেও পেছনের অংশে ঠিকভাবে পাইলিং না করায় দেয়াল দেবে ফাটল দেখা দিয়েছে। এতগুলো টাকা ব্যয়ের এ মসজিদে এভাবে ফাটল দেখা দেবে এটা আমরা স্থানীয়রা ভাবতে পারিনি।

মসজিদের সাইট ইঞ্জিনিয়ার আবুল বাশার লিটন মডেল মসজিদের দেয়ালে ফাটলের বিষয়ে বলেন, দেয়ালের ফাটল আমি দেখেছি, আমি এখানে মাত্র সপ্তাহখানেক আগে যোগদান করেছি তাই এ ব্যাপারে গণপূর্তের ইঞ্জিনিয়ারই ভালো বলতে পারবেন।

এ ব্যাপারে ঝালকাঠি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মাসুদকে ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp