বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পটুয়াখালীতে নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্র বলায় ইউপি চেয়ারম্যানকে আদালতের সমন

তানজিল জামান জয়, কলাপাড়া (পটুয়াখালী ) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় নারী ইউপি সদস্যকে ‘দুঃশ্চরিত্র’র বলা সেই ইউপি চেয়ারম্যান সালাম সিকদার ফেঁসে যাচ্ছেন। নারী জনপ্রতিনিধির দায়েরকৃত ৫০ লক্ষ টাকার মানহানির মামলায় ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সমন জারি করেছেন বিজ্ঞ আদালত।

বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত রোববার (১৯ মে) বিচার বিভাগীয় তদন্ত শেষে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম সিকদারের বিরুদ্ধে সমন জারির এ আদেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা যায়, গত ৩রা এপ্রিল রাতে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার নারী ইউপি সদস্য সাহানারা’র বিরুদ্ধে ’দুঃশ্চরিত্রে’র নারী বলে মান হানিকর তথ্য সম্বলিত লিখিত বক্তব্য স্বাক্ষর করে সংবাদ সম্মেলন করেন। এসময় ওই নারী ইউপি সদস্যকে ’দুঃশ্চরিত্রের’ নারী বলার এমন কি তথ্য প্রমান আছে? সাংবাদিকদের প্রশ্নোত্তরে পুন:রায় ওই নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্র নারী ছাড়াও আরও মানহানিকর অপবাদ দেন তিনি। চেয়ারম্যানের মানহানিকর বক্তব্য সম্বলিত সংবাদ সম্মেলনের এ তথ্য গনমাধ্যমে প্রকাশ পেলে নারী ইউপি সদস্য সাহানারা ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের নামে ৮এপ্রিল বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৫০ লক্ষ টাকার মানহানি মামলা দায়ের করেন।

বিজ্ঞ আদালত মামলার অভিযোগ বিবেচনায় নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এরপর বিচার বিভাগীয় তদন্তে মানহানির বিষয়ে সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত অভিযুক্ত ইউপি চেয়ারম্যান সালাম সিকদার’র বিরুদ্ধে রোববার সমন জারি করেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp