বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিরোজপুরে দুই আসনের সীমানা পরিবর্তন নিয়ে ভোটের রাজনীতিতে নানা আলোচনা

পিরোজপুর প্রতিনিধি ::: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পিরোজপুরের দুটি আসনের সীমানা পরিবর্তন আনায় নানা আলোচনা শুরু হয়েছে। এই পরিবর্তনের ফলে আগামী নির্বাচনে একটি আসনে আওয়ামী লীগ ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। আরেক আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শরিক জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুও চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।

গতকাল প্রকাশিত নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অনুযায়ী, পিরোজপুর-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে পিরোজপুর-২ আসনে থাকা ইন্দুরকানি উপজেলা। আর পিরোজপুর-১ আসন থেকে কেটে নেছারাবাদ উপজেলাকে যুক্ত করা হয়েছে পিরোজপুর-২ আসনের সঙ্গে।

ফলে এখন পিরোজপুর-১ আসনের সীমানায় থাকছে পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানি উপজেলা। এ আসন থেকে বাদ পড়া নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের ভোটার–অধ্যুষিত হিসেবে পরিচিত। অন্যদিকে নতুন যুক্ত হওয়া ইন্দুরকানি উপজেলা জামায়াতে ইসলামী ও বিএনপির ঘাঁটি বলে পরিচিত। ফলে আগামী নির্বাচনে পিরোজপুর–১ আসনে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সে ক্ষেত্রে এখানে সুবিধা পাবে বিরোধীরা।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp