বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

পিরোজপুরে সাইনবোর্ড টাঙিয়ে করোনার ‘প্রতিষেধক’ বিক্রি করে চিকিৎসক ধরা

পিরোজপুর প্রতিনিধি :: মহামারি করোনাভাইরাসে মানুষ যখন আতঙ্কগ্রস্ত ঠিক সেই সময় পিরোজপুরের এক হোমিও চিকিৎসক তার দোকানে সাইনবোর্ড টাঙিয়ে করোনার ‘প্রতিষেধক’ বিক্রি করছিলেন। বিষয়টি নজরে আসলে তাকে জরিমানা করে স্থানীয় প্রশাসন।

আজ বুধবার সকালে শহরের বাইপাস সড়কসংলগ্ন রসরাজ হোমিও হলে অভিযান চালিয়ে শ্যামদুলাল হালদার নামে ওই হোমিও চিকিৎসককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রামানন্দ পাল এ জরিমানা করেন। তিনি বলেন- ‘বাংলাদেশসহ বিশ্বের কোথাও এখনো পর্যন্ত করোনাভাইরাসের স্বীকৃত প্রতিষেধক ওষুধ আবিষ্কার হয়নি। তাই সাইনবোর্ড টাঙিয়ে সাধারণ মানুষের সাথে এমন প্রতারণা করার কারণে শ্যামদুলালকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’

তিনি আরও বলেন- ‘কোনো ব্যক্তি কোনো পণ্য বা সেবা বিক্রয়ের উদ্দেশে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করতে পারবেন না এই আইনে তাকে এই অর্থদণ্ড প্রদান করা হয় এবং মিথ্যা সাইনবোর্ড সরিয়ে নিয়ে তাকে সতর্ক করা হয়।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp