বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালের একটি আসনে আ.লীগের ৫২ মনোনয়ন ফরম বিক্রি

অনলাইন ডেস্ক : সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে একটি আসনেই ক্ষমতাসীন আওয়ামী লীগের ৫২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। আসনটি হলো- বরিশাল বিভাগের বরগুনা-১ আসন। এছাড়া সাতটি আসনে একজন করে মনোনয়নপ্রত্যাশী ফরম কিনেছেন। দলটির মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে চার হাজার ২৩টি। দলটির মনোনয়ন বোর্ডের সঙ্গে সংশ্লিষ্টরা ও দফতর সেল এই তথ্য নিশ্চিত করেছে।

আওয়ামী লীগের দফতর সেল সূত্রে জানা গেছে, ঢাকা বিভাগের নারায়নগঞ্জ-১ আসনে বিক্রি হয়েছে ৪০টি ফরম। রংপুরের কুড়িগ্রাম-৪ আসনে ৩০টি। কক্সবাজার-১, নেত্রকোনা-১ ও ঝিনাইদহ-২ আসনে ২৬টি করে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র বিক্রি হয়েছে মোট ২০টি।

এছাড়া মোট সাতটি আসনে একজন করে মনোনয়নপ্রত্যাশী ফরম নিয়েছেন। এগুলো হলো- ঢাকা বিভাগের গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনে সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বরিশাল-১ আসনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বাগেরহাট-১ আসনে শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসন থেকে শেখ সালাউদ্দিন জুয়েল। সিলেট বিভাগের মৌলভীবাজার-১ আসন থেকে শাহাবুদ্দিন এবং নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রসঙ্গত, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিতরণ শুরু হয় গত শুক্রবার থেকে। সোমবার (১২ নভেম্বর) ছিল মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার শেষ দিন। সন্ধ্যা ৬টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে জমা দেওয়ার সময় চার ঘণ্টা বাড়িয়ে রাত ১০টা করা হয়। আগামীকাল বুধবার (১৪ নভেম্বর) প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এ স্বাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে বোর্ডের সদস্যরা মনোনয়নপ্রত্যাশীদের স্বাক্ষাৎকার নেবেন।

প্রসঙ্গত, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বিভিন্ন দলের দাবির পর সোমবার সন্ধ্যায় পুনঃতফসিল প্রজ্ঞাপন আকারে জারি করে নির্বাচন কমিশন (ইসি)। পুনঃতফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp