বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে আ.লীগ নেতার হামলায় কোস্টগার্ড সদস্যসহ আহত ২

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের হিজলা উপজেলায় মৎস্য ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতার হামলায় কোস্টগার্ডের এক সদস্যসহ দুই জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) দুপুরে ওই নেতার বাড়িতে নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন- কোস্টগার্ড সদস্য সৈকত ইসলাম (২৩) ও ট্রলার মাঝি খলিল (২৫)। তাদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা হলেন- হিজলা-গৌরবদী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দিন বেপারী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন বেপারীর বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল মজুদ রয়েছে- এমন তথ্য পেয়ে কোস্টগার্ড সদস্যরা জাল উদ্ধার করতে যান। এ সময় তাদের ওপর হামলা চালানো হয়।

হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন জানান, গৌরবদী গ্রামে আলাউদ্দিন বেপারীর দুটি বাড়ি। যে বাড়িতে কোস্টগার্ড জাল উদ্ধারে গিয়েছিল সেখানে আলাউদ্দিন বেপারী থাকেন না। কে বা কারা সেখানে জাল লুকিয়ে রেখে কোস্টগার্ডে খবর দেন। কোস্টগার্ড পৌঁছানোর পর ক্ষুদ্ধ গ্রামবাসী ইটপাটকেল নিক্ষেপ করলে কেউ আহত হয়ে থাকতে পারেন। তবে ঘটনার সময় আলাউদ্দিন বেপারী উপস্থিত ছিলেন না বলে চেয়ারম্যান মিলন দাবি করেন।

আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন বেপারী সোমবার সন্ধ্যায় বলেন, সোমবার বাজারে গিয়ে কোস্টগার্ড তল্লাশি করে। কাকুরিয়া বাজারের মাঠে জাল শুকাতে দেয় জেলেরা। কোস্টগার্ড সেগুলো উদ্ধারের চেষ্টা করলে নারীরা বের হয়ে তাদের ধাওয়া করেছে। তবে তিনি ঘটনাস্থলে ছিলেন না বলে দাবি করেন।

বরিশাল আঞ্চলিক মৎস কর্মকর্তা (ইলিশ) ড. বিমল চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হিজলায় আমাদের একজন কোস্টগার্ড জাল উদ্ধারে গিয়ে ইউপি সদস্যের হামলায় আহত হয়েছেন।

হিজলা থানার অফিসার ইনচার্জ অসীম কুমার সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় বলেন, তিনিও এ ঘটনা লোকমুখে শুনেছেন। তবে কোস্টগার্ড থেকে তাকে বিষয়টি জানানো হয়নি। বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp