বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে ইসলামী আন্দোলনের প্রর্থীদের জন্য অস্বস্তিতে আওয়মী লীগ-বিএনপি

ক্রাইম নিউজ ডেস্ক :: বরিশালে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রর্থীদের জন্য অনেকটা অস্বস্তিতে আওয়মী লীগ-বিএনপির প্রার্থীরা। বিশেষ করে বরিশাল সদর-৫ ও ঝালকাঠি-২ সদর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন ইসলমী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বরিশাল-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হয়েছেন তারই ছোট ভাই নুরুল করিম। জাতীয় সংসদ নির্বাচনে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার ৩০০ আসনেই দলীয় প্রার্থী দিয়েছে। যাচাই-বাছাইয়ে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। দলের নেতা-কর্মীরা বলছেন, বরিশালের আসনগুলোতে তাঁরা শক্তিশালী অবস্থানে আছেন। কারণ, এখানে রয়েছে তাঁদের নিজস্ব ভোটব্যাংক।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ছয়টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালাচ্ছেন। আওয়মী লীগ বিএনপির পরেই প্রচার-প্রচারণায় এগিয়ের আছে দলটি। বরিশালের চরমোনাই পীরের ভক্ত ও মুরিদ থাকায় মাঠপর্যায়ে দলটির প্রভাব রয়েছে। এ জন্য ভোটের ক্ষেত্রে দলটি বেকায়দায় ফেলতে পারে বিএনপি ও আওয়ামী লীগের প্রার্থীদের।
দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নায়েবে আমির ও চরমোনাই পীরের ছেলে মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম। ওইবার তিনি ২৭ হাজার ১৫৬ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে ছিলেন। এবারও তিনি বরিশাল সদর-৫ আসনের প্রার্থী হয়েছেন। একই সঙ্গে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ঝালকাঠি-২ (সদর) আসনেও। ঝালকাঠিতেও রয়েছে তাদের শক্ত অবস্থান।

২০১৫ সালে ঢাকার দুইটি সিটি নির্বাচনে অংশ নেয় ইসলামী আন্দোলন। পরে খুলনা এবং গাজীপুর নির্বাচনেও দলের মেয়র প্রার্থী ছিল। চার সিটি নির্বাচনেই তৃতীয় অবস্থানে ছিল তাদের প্রার্থী। এর মধ্যে ঢাকা উত্তরে ১৮ হাজার, দক্ষিণে ১৫ হাজার, খুলনায় ১৪ হাজার ও গাজীপুরে ২৬ হাজার ভোট পেয়েছে দলটি। সিটি নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকার কারনেই তাদের কর্মী-সমর্থকরা অনেকটা অগ্রজ। এছাড়াও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফয়জুল করিম ঘরে ঘরে গিয়ে তার দলের প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। যার কারনে তার বরিশাল সিটিতে তার অবস্থান আরও ভাল।

ইসলামী আন্দোলন বাংলাদেশ সূত্র জানায়, বরিশালের ছয়টি আসনের মধ্যে বরিশাল সদর আসনে শক্ত প্রতিদ্বন্দ্বিতা হবে। গত ১০ বছরে এই আসনে তাদের ৪ থেকে ৫ গুণ ভোট বেড়েছে। এ ছাড়া বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-মুলাদী) আসনেও তাদের রয়েছে অনেক ভোটার। তাই এই দুটি আসনে জয়ের আশা করছেন তাঁরা। বাকি আসনগুলোতে আশানুরূপ ভোট পাবেন বলে আশা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের।

বরিশাল বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, ইসলামী আন্দোলনের ভোট তাঁদের জন্য চিন্তার বিষয়, এটা ঠিক। বিগত দিনের নির্বাচনী ফলাফল থেকে বলা যায়, সাধারণত ইসলামিমনা ভোটারদের ভোট বিএনপির বাক্সে পড়ে। হাতপাখা (ইসলামী আন্দোলনের প্রতীক) নির্বাচন না করলে ওই ভোটগুলো বিএনপির মনোনিত প্রার্থী পেত। সে ক্ষেত্রে এবার ইসলামী আন্দোলন আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় বিএনপির জন্য কিছুটা অস্বস্তিকর। তারপরেও তাতে খুব একটা প্রভাব পড়বে না। কারণ, মানুষ বিএনপির পক্ষে এবং বর্তমান সরকারের অন্যায় শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে, মানুষ স্বাধীনভাবে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, সে বিষয়টি নিশ্চিত করা।
ইসলামী আন্দোলনের বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক জাকারিয়া হামিদী বলেন, কোনো দলের ক্ষতি করতে তাঁরা নির্বাচনে নামেননি, জয়ের জন্য নেমেছেন। গত সিটি নির্বাচনে প্রথমবারের মতো ঢাকা, গাজীপুর, খুলনায় ভোটে অংশ নিয়ে ভালো ভোট পেয়েছে হাতপাখা মার্কার প্রার্থী। বরিশাল তো পীরসাহেবের (চরমোনাই) নিজ এলাকা। তাই এই এলাকায় ভোটের মাঠে তাঁদের দলের প্রভাব আগেও ছিল। এবার আগের চেয়ে কয়েক গুণ বেশি। সে ক্ষেত্রে তাঁরা বেশ কয়েকটি আসনে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন।

বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল ইসলামী আন্দোলনের বাংলাদেশের ভোট বিএনপির জন্য সমস্যা হবে বলে মনে করেন। তিনি বলেন, ইসলামী আন্দোলন দলটি প্রার্থী দেওয়ায় অস্বস্তিতে পড়েছে বিএনপি। এতে বিএনপির ভোট ভাগাভাগি হবে। তবে তাঁদের দলে এর কোনো প্রভাব পড়বে না।

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন বলেন, তারা (ইসলামী আন্দোলন) ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বরিশাল সদর আসনে ভালো ভোট পেয়েছিল, এটা ঠিক। কিন্তু ওইবার এই আসনে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ার জয়ী হয়েছিলেন। আনোয়ারুল হক তারিন আরও বলেন, আগের যেকোনো নির্বাচনের চেয়ে এবারের নির্বাচন সম্পূর্ণ আলাদা। গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার জন্য দেশের মানুষ ঐক্যবদ্ধ। তাই জনগন এবার বিএনপিকে ক্ষমতায় আনবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp