বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে চোরাই মোবাইল ও রিচার্জ কার্ডসহ আটক ৭

নিজস্ব প্রতিবেদক : বরিশাল কাউনিয়া থানা পুলিশের অভিযানে চোরাই মোবাইল ও রিচার্জ কার্ডসহ চোর চক্রের ৪ সদস্য ও চুরির ঘটনায় জড়িত ৩ সহযোগীকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- অপু শিকদার (২৫), মোহাম্মদ তুহিন রহমান (২৪), মোহাম্মদ নজরুল ইসলাম রাজন (২৯), সেলিম ওরফে শান্ত হাওলাদার (২৪), শফিকুল ইসলাম শাহিন, সমির দত্ত (৬০), জয় সাহা (২৪)।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম বিষয়টি জানান।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম আরও জানান, গত ২ ও ৩ জুলাই কাউনিয়া থানাধীন ভাটিখানা বাজারের চন্দ্রপারা প্রথম গলি এলাকায় একটি স্টেশনারি দোকান থেকে দুইটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার টাকা এবং সাত হাজার টাকার মোবাইল রিচার্জের কার্ড চুরি হয়। এ ঘটনায় কাউনিয়া থানায় মামলা হলে উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলমের নির্দেশে কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অপু, তুহিন, রাজন, শান্তকে আটক করে।

পরে তাদের দেওয়া তথ্য মতে বরিশাল ফায়ার সার্ভিস রোডস্থ ভোলা বডিং থেকে শাহিনকে আটক করে তার কাছ থেকে একটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। পরে ফকিরবাড়ী রোডস্থ পপুলার ফার্মেসি থেকে সমিরকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৬৬৭০ টাকা মুল্যমানের মোবাইল রিচার্জ কার্ড এবং জয়কে স্ব-রোড নতুন বাকলার পিছন থেকে গ্রেফতার করে তার কাছে থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম আরও জানান, আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp