বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে নিজস্ব অর্থে অসহায়-দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ করলেন বিআইডব্লিউটিএ’র কর্মকর্তারা

নিজস্ব প্রতিবেদক ::: বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ এর কর্মকর্তাদের নিজস্ব অর্থে ফান্ড তৈরি করে বরিশাল নদী বন্দর ও আশপাশের এলাকায় ভাসমান, দুস্থ ও অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫ টায় নদী বন্দর ভবনে ২ শতাধিক দুস্থ ও অসহায় মানুষদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেজের মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি লবন, আধাকেজি তেল, ১০ টি ডিম, ১৫০ টাকার মসলা, রসুন, মরিচ, হলুদ, আধা কেজি গুড়া সাবান ও একটি লাক্স সাবান।

এসময় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বিআইডব্লিউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক আজমল হুদা মিঠু সরকার, ন্যাশনাল ডেইলি ব্যুরোচিফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ কর্মকর্তারা।

বরিশাল নদী বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু জানান, আমিসহ বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের নিজস্ব বেতনের অর্থ দিয়ে ফান্ড তৈরি করে এ সহায়তা প্রদান করা হচ্ছে। পাশাপাশি বুধবার থেকে প্রতিদিন দুপুরে ৩শত জনকে একবেলা খাবার খাওয়ানোর ইচ্ছে রয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp