বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে ৪ রোগীর দালালকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে নগরীর চার রোগীর দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (১৯ ফেব্রয়ারি) বরিশালের জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাউর রাব্বীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিমের সহযোগীতায় নগরীর বাটারগলি এলাকায় অভিযান চালিয়ে দালাল চক্রটিকে আটক করা হয়।

আটককৃতরা সবাই বরিশালের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের জন্য দালালী করে বিভিন্নস্থান থেকে রোগীদের ভুল ও মিথ্যা তথ্য দিয়ে তাদের পালিত চিকিৎসকদের নিয়ে আসে। তাদেরকে আটক করে দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘনের অপরাধে ৩ জনকে ১ মাসের এবং ১ জনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আতাউর রাব্বী জানান, জনস্বার্থে বরিশাল নগরীতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp