বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশাল শেবাচিমে চার বছর পর এনজিওগ্রাম ও আড়াই বছর পর সিটি স্ক্যান মেশিন চালু

অনলাইন ডেস্ক ::: কয়েক বছর অচল থাকার পর অবশেষে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এনজিওগ্রাম ও সিটি স্ক্যান মেশিন চালু হয়েছে। দীর্ঘদিন পর সেবা পেয়ে রোগী ও তাদের স্বজনরা সন্তুষ্ট। তবে মেশিন দুটি পরিচালনায় দক্ষ টেকনিশিয়ান ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স নিয়োগের দাবি চিকিৎসকদের।

কর্মব্যস্ততা ফিরেছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এনজিওগ্রাম ও সিটি স্ক্যান বিভাগে। টানা ৪ বছর পর এনজিওগ্রাম মেশিন ও আড়াই বছর পর সিটি স্ক্যান মেশিন সচল হয়েছে।

দীর্ঘদিন পর সেবা পেয়ে খুশি রোগী ও তাদের স্বজনরা। কম খরচে সবসময় সেবা পাওয়ার আশা তাদের।

ইতোমধ্যে দুজন রোগীর এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। সিটি স্ক্যান বিভাগে প্রতিদিন সেবা নিচ্ছে ৩০ থেকে ৪০ জন রোগী।

এদিকে চিকিৎসকরা দক্ষ টেকনিশিয়ান ও প্রশিক্ষণপ্রাপ্ত নার্স নিয়োগের দাবি জানান বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. এম সালেহ উদ্দিন।

২০১৯ সালের ২৪ ডিসেম্বর এনজিওগ্রাম মেশিনটি ও ২০২০ সালের ২০ জুন নষ্ট হয় সিটি স্ক্যান মেশিনটি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp