বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

২৪ ঘণ্টায় বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেকের জ্বর, কাশি ও শ্বাস কষ্ট ছিলো বলে জানিয়েছেন মেডিকেল কলেজের দায়িত্বশীল সূত্র। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

রবিবার সকাল সাড়ে ১১টার দিকে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার ৬৫ বছর বয়সের এক বৃদ্ধ মারা যান। এর আগে প্রচন্ড শ্বাস কষ্ট ও জ্বর নিয়ে সকাল সাড়ে ৯টায় হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন সে।

এর আগে করোনা উপসর্গ নিয়ে গত শনিবার রাত ১১টা ২০ মিনিটে ভর্তির পর রাত পৌঁনে ১টার দিকে উজিপুরের সাতলা গ্রামের ৫০ বছর বয়সের এক পুরুষ রোগীর মৃত্যু হয়। একই দিন বিকেল সোয়া ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ৪৫ বছর বয়সের একজন পুরুষ রোগীর মৃত্যু হয়। এর আগে করোনা উপসর্গ নিয়ে গত শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তিনি। একই দিন শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে করোনা উপসর্গ নিয়ে বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠী গ্রামের ৬০ বছর বয়সের এক বৃদ্ধ মারা যান।

এ নিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ৩৩ জনের মৃত্যু হলো। যার মধ্যে ৩ জনের করোনা শনাক্ত হয়।

এ পর্যন্ত শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে ভর্তি হন ২১৯জন রোগী। যার মধ্যে ৬৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। রবিবার দুপুর পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ৪২ জন রোগী। যার মধ্যে ৩১জনের করোনা শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp