বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বিপিএল ট্রফিটা নিয়ে যেন বরিশাল যেতে পারি: অধিনায়ক সাকিব

অনলাইন ডেস্ক :: অটো চয়েজ হিসেবে অনেক আগেই সাকিব আল হাসানকে দলভূক্ত করে নিয়েছিল বরিশালের ফ্রাঞ্চাইজি ‘বরিশাল ফরচুন’। এবার আনুষ্ঠানিকভাবে সাকিব আল হাসানের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছে বরিশাল। বিপিএলে বরিশাল ফরচুনের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আজ বরিশাল ফরচুনের ম্যানেজমেন্ট অফিসে সাকিব আল হাসানদের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন করেছে বরিশাল। সেখানেই ভিডিও বার্তা দিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। সেই বার্তাতেই বরিশাল সমর্থকদের জন্য দিয়েছেন আশাব্যঞ্জক প্রতিশ্রুতি।

আশাবাদ জানিয়েছেন বিপিএল শিরোপা জয়ের। সাকিবের কাছে প্রথমে জানতে চাওয়া হয়, ফরচুন বরিশাল নিয়ে আপনার পরিকল্পনা কী?

জবাবে সালাম জানিয়ে সাকিব বলেন, ‘প্রথমেই বলতে চাই, আমি খুবই এক্সাইটেড। ফরচুন বরিশালের হয়ে এবার খেলবো। প্রথমবার বরিশালের হয়ে খেলার একটা সুযোগ। এ কারণে আমি খুবই এক্সাইটেড। চেষ্টা থাকবে আমার এবং আমার দলের সকল ক্রিকেটারের পক্ষ থেকে যেন আমরা বরিশালবাসীকে বিপিএল ট্রফিটা দিতে পারি।’

বরিশাল যাওয়ার কথা ছিল সাকিবের। কারণ বরিশালের স্থানীয় বিপিএল ভক্ত-সমর্থকরা সাকিবকে তাদের শহরে দেখতে চান। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির কারণে বরিশাল যাওয়া হচ্ছে না দলটির অধিনায়কের। এ পরিস্থিতিতে বরিশাল ভক্ত-সমর্থকদের উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন সাকিব।

তিনি বলেন, ‘আন্তরিকভাবে দুঃখিত, কোভিড যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে সবার জন্যই বিষয়টা রিস্কি। এ কারণেই আসলে বরিশাল যাওয়া হচ্ছে না। তা নাহলে অবশ্যই যেতাম। যেতে পারলে আমারো ভালো লাগতো। আশায় ছিলাম, যেতে পারলে সবার সঙ্গে দেখা হতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো না। আশা করবো দুর থেকে আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, যেন ট্রফিটা নিয়ে আপনাদের সাথে দেখা করতে যেতে পারি।’

দল নিয়ে আপনি কতটা খুশি? জানতে চাইলে সাকিব বলেন, ‘আমি দল নিয়ে খুবই খুশি। কারণ, আমাদের হাতে খুবই ভারসাম্যপূর্ণ একটি দল আছে। যদিও প্রতিটা দলই ভারসাম্যপূর্ণ, শক্তিশালী। তো আমাদেরকে আসলে মাঠেই পারফরম করতে হবে এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp