বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ব্যথায় রাতে ঘুমাতেই পারেননি বিপ্লব

লেগ স্পিনার হিসেবে নিজের স্মরণীয় অভিষেকটা আসলে সেভাবে উপভোগ করা হয়নি। ব্যাটসম্যান তকমাধারী আমিনুল ইসলাম বিপ্লব বুধবার চট্টগামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেকে মেলে ধরে সবার প্রশংসাধন্য হয়েও রাতটুকু পার করেছেন প্রচন্ড কষ্ট ও যন্ত্রনায়।

৪ ওভারে ১৮ রান দিয়ে ২ উইকেট শিকারটা বৃথা ও বিফলে যায়নি। টিম বাংলাদেশ পেয়েছে ৩৯ রানের বড় জয়। কিন্তু লেগ স্পিনার বিপ্লব রাতে ঠিকমত ঘুমাতে পারেননি আসলে হাতের ব্যাথায়। ফিল্ডিং করতে গিয়ে বাঁ হাতে ব্যাথা পেয়েছেন এ লেগ স্পিনার। মাঠে তেমন কিছু বোঝা না গেলেও রাতে হোটেলে ফিরে যন্ত্রনা বেড়ে যাওয়ায় রাত ১২ টায় এক প্রাইভেট ক্লিনিকে গিয়ে ক্ষতস্থানে তিনটি সেলাইও দিতে হয়েছে।

আসলে কি হয়েছিল তার? আর এখন কেমন বোধ করছেন? ইনজুরির অবস্থা কি? তা নিয়ে এরই মধ্যে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগে নিউজসহ মিডিয়ায় কথা বলেছেন।

আজ বৃহষ্পতিবার দুপুর গড়িয়ে বিকেল নামতেই নিজের ইনজুরি নিয়ে মিডিয়ার সাথে কথা বলেন আমিনুল ইসলাম বিপ্লব। এ তরুণ লেগি অবশ্য নিজেকে আগের চেয়ে অনেক সুস্থ্য দাবি করেন। তার ভাষায়, ‘হাতে মাসাকাদজার একটি শট লেগেছিল। ঠিকমত সেভ করতে পারিনি, তাই ওটা হাতে লেগেছিল। হাতে তিনটি সেলাই পড়ছে।’

এখন কেমন আছেন? ব্যাথা কি কমেছে? বিপ্লবের জবাব, ‘আল্লাহর রহমতে ভালো লাগছে। পেইন আগের চেয়ে কমেছে। ফিজিও যেটা বলছেন সেটা করছি।’

আগামী পরশু ২১ সেপ্টেম্বর আফগানিস্তানের সাথে খেলতে পারবেন? এ প্রশ্নের উত্তরে দেন দুইভাবে। প্রথমে বলেন, ‘টিম ম্যানেজমেন্ট যেটা বলবে সেটা হবে।’ পরের অংশে বলেন, ‘আমার নিজের কাছে ভালো মনে হচ্ছে।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp