বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভুয়া ডিগ্রি দিয়ে ৭০ হাজার অপারেশন!

অনলাইন ডেস্ক : দশ বছর ধরে রোগীদের চিকিৎসা করছেন ওম পাল শর্মা, এরইমধ্যে করেছেন ১০ হাজার অপারেশনও। তবে এতোদিন পর জানা গেলো চিকিৎসক হওয়ার জন্য তিনি যে এমবিবিএস ডিগ্রি নিয়েছিলেন তা আসল নয়।

অবশেষে ভুয়া চিকিৎসক ওম পাল শর্মাকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে উত্তর প্রদেশের শাহারানপুরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ওম পাল শর্মা ব্যাঙ্গালুরুর রাজেশ আর নামের এক চিকিৎসকের কাছ থেকে ভুয়া ডিগ্রি নিয়ে গত ১০ বছর ধরে চিকিৎসাসেবা চালিয়ে আসছিলেন।

অভিযুক্ত শর্মা কর্নাটক মেডিক্যাল কাউন্সিলে নিজের নাম নিবন্ধনও করিয়েছিলেন। পাশাপাশি তিনি একটি সরকারি হাসপাতালে চুক্তিভিত্তিক চিকিৎসাসেবায় নিয়োজিত ছিলেন।

পুলিশ কর্মকর্তা আরো জানান, ওই চিকিৎসক তার পরিচালিত নার্সিং হোমে অন্তত ৭০ হাজার অপারেশন করিয়েছেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp