বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভোলায় ইলিশ শিকারের দায়ে ২২ জেলে আটক

অনলাইন ডেস্ক// ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২২ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। বৃহস্পতিবার মধ্য রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত মেঘনা ও তেতুলিয়া নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়। এসময় এদের কাছ থেকে বিপুলসংখ্যক জাল ও মা-ইলিশ জব্দ করা হয়।

আটকদের মধ্যে ১৮ জেলেকে এক বছরের কারাদণ্ড ও বাকি চার জেলেকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামাল হোসেন। পরে জব্দ জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়। মাছ গরিব-অসহায়দের মাঝে বিতরণ করা হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় ভোলার মেঘনা-তেতুলিয়া নদীতে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এসময়ে যাতে করে জেলেরা নদীতে মাছ শিকার করতে না পারে সে জন্য তাদের অভিযান অব্যহত রয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp