বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

ভোলায় সৎ মেয়েকে দুধের সাথে বিষ খাইয়ে হত্যাচেষ্টা

লালমোহন (ভোলা) প্রতিনিধি :: ভোলার লালমোহনে স্কুলছাত্রীকে দুধের সাথে বিষ খাইয়ে হত্যার চেষ্টা করেছেন সৎমা। পরে তাকে লালমোহন হাসপাতালে আনলে অবস্থার অবনতি দেখে লালমোহন থানার ওসি ভোলা হাসপাতালে পাঠান। রোববার রাতে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

রিয়া নামের ওই স্কুলছাত্রী বর্তমানে ভোলা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রিয়া জানান, তার সৎমা আসমা তাকে আদর করে এক গ্লাস দুধ এনে খেতে বলে। রিয়া সেই দুধ খায়। এরপর তার পেটে ব্যথা শুরু হয় ও মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়ে।

স্থানীয় রফিক বেপারী জানান, রিয়াকে রাতে তার খালা ও বাবা গজারিয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে আসে। তখন তার অবস্থা খারাপ দেখি।

সে সময় রিয়া জানান, তার সৎ মা তার সাথে কথা বলতো না। আজ তার সৎমা আসমা তাকে আদর করে এক গ্লাস দুধ খাওয়ায়। যে গ্লাসে দুধ খাওয়ানো হয়েছে সেই গ্লাসটি তাদের ঘরে আগে ছিল না। দুধ খাওয়ার পর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। পরে রিয়াকে দ্রুত লালমোহন হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।

রিয়ার বাবা সিরাজ গজারিয়া এলাকায় রিক্সা চালান। তিনি জানান, সারাদিন রিক্সা চালিয়ে বাড়ি ফেরার পর জানতে পারি রিয়ার অসুস্থ হওয়ার কথা। সেসময় সবাই জানায় রিয়াকে তার সৎ মা বিষাক্ত দুধ খাইয়েছে। তিনি আরও জানান, আমি ঘরে দুধ রাখি না। আমার স্ত্রী দুধ কোথায় পেলো আমি জানিনা। রিয়ার মা রেনু গত বছর ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। রিয়াসহ ওই ঘরে তার আরো দুই ছেলে রয়েছে। এরপর প্রায় তিন চার মাস আগে আসমাকে বিয়ে করেন সিরাজ।

লালমোহন হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. আব্দুল্লা আল মুর্শিদ জানান, রিয়াকে হাসপাতালে আনা হয় রাত ৮.৪০ মিনিটে। তার অবস্থা বেশি একটা ভালো ছিল না। তাকে যে কোন বিষাক্ত কিছু খাওয়ানো হয়েছে। তাই তাকে ভোলা হাসপাতালে দ্রুত নেওয়ার জন্য বলি।

রিয়াকে ভোলা নেওয়ার জন্য খরচ না থাকায় লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ নিজ খরচে রাতেই রিয়াকে ভোলা সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। তিনি জানান, রিয়ার চিকিৎসা হোক। তার সাথে একজন পুলিশ রয়েছে। রিয়ার সৎমা আসমাকে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব।’

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp