বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মঠবাড়িয়ায় শিক্ষিকাকে শ্লীলতাহানীর চেষ্টায় যুবকের কারাদণ্ড


মঠবাড়িয়া :: মঠবাড়িয়ায় এক শিক্ষিকাকে শ্লীলতাহানীর দায়ে মিরাজ গাজী (২০) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার রাতে ভ্রাম্যমাণ আদালতে এ কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস।

দণ্ডপ্রাপ্ত মিরাজ গাজী উপজেলার ছোটশৌলা গ্রামের হানিফ গাজীর ছেলে।

ওই শিক্ষিকা জানান, রোববার উপজেলা সদরে ইউআরসি প্রশিক্ষণ শেষে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ছোটশৌলা গ্রামে পৌঁছলে প্রতিবেশী মিরাজ গাজী শ্লীলতাহানীর উদ্দেশ্যে আক্রমণ করে। তিনি সেখান থেকে দ্রুত বাড়িতে গিয়ে স্থানীয় ভগিরথপুর পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান। পুলিশ এসে মিরাজ গাজীকে আটক করে।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের ভ্রাম্যমাণ আদালতে মিরাজ গাজী তার দোষ স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালত শ্লীলতাহানীর উদ্দেশ্য আক্রমণ করার অপরাধে মিরাজ গাজীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp