বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মশার কয়েলে পুড়ে ছাই পাঁচ শ’ ঘর!

অনলাইন ডেস্ক :: গাজীপুরের টঙ্গীর মাজার বস্তির পাঁচ শ’ ঘর পুড়ে ছাই হয়ে গেছে শনিবার ভোররাতে লাগা আগুনে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট প্রায় দুই ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গেছে, মশার কয়েল থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক দিনমনি শর্মা জানান, টঙ্গী ঝিলের উপর সরকারি জায়গায় গড়ে ওঠা ওই বস্তিতে আগুন লাগার খবর তারা পান ভোর ৩টা ৫৫ মিনিটে। টঙ্গী ছাড়াও ঢাকার কুর্মিটোলা ও উত্তরার ফায়ার স্টেশনের নয়টি ইউনিটের কর্মীরা সেখানে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

দিনমনি শর্মা বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, বস্তির এক ঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। বস্তির ঘরে ঘরে গ্যাস সিলিন্ডার ছিল। আগুনের তাপে সিলিন্ডারের রাবারের পাইপ গলে গ্যাস ছড়িয়ে পড়ে। ফলে মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ রূপ পায়।’

প্রথমে টঙ্গী ফায়ার স্টেশন এবং পরে কুর্মিটোলা ও উত্তরা ফায়ার স্টেশনের কর্মীরা সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ভোর ৫টা ৫০ মিনিটের দিকে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার সার্ভিস কর্মকর্তা দিনমনি শর্মা বলেন, বস্তির পাঁচ শ’র বেশি ঘর এবং সব মালামাল আগুনে পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তদন্ত শেষে বলা যাবে। তবে কারো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp