বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

মাদক বিক্রেতাকে নিয়ে বরিশাল কোতোয়ালি পুলিশের ওপেন হাউজ ডে!

এস এন পলাশ :: বরিশাল মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের ‘ওপেন হাউজ ডে’র সভায় স্থান পেয়েছে মাদক বিক্রেতা বিবিসি ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক বাহার। আজ শুক্রবার কোতয়ালী মডেল থানা পুলিশের আয়োজিত ‘ওপেন হাউজ ডে’র সভার অনুষ্ঠানে দেখা গেছে কাউন্সিলর এনামুল হক বাহারকে। এতে সাধারণ মানুষের মাঝে বিরূপ পতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

গোয়েন্দা সংস্থার তালিকায় দেখা গেছে সক্রিয় ফেন্সিডিল ও হেরোইন বিক্রেতা হিসেবে তাকে চিহ্নিত করা হয়েছে। যার তালিকা বরিশাল ক্রাইম নিউজের হাতে এসেছে। এরআগে তিনি দেড় শ’ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাও রয়েছে।

এদিকে পুলিশের ‘ওপেন হাউজ ডে’র সভায় মাদক বিক্রেতা স্থান পাওয়ায় সচেতন মহলের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা বলছেন, গোয়েন্দা সংস্থার তালিকাভূক্ত একজন চিহ্নিত মাদক বিক্রেতা কিভাবে পুলিশের সভায় স্থান পায়। তবে পুলিশ মাদকের বিরুদ্ধে যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তার কি কোন বাস্তবতা নেই? পুলিশ যদি মাদক বিক্রেতাদের নিয়ে সভা করে তাহলে পুলিশের উপর সাধারণ মানুষের আস্থা থাকবে না।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সিনিয়ির সহকারি কমিশনার (এসি) মো. রাসেল বরিশাল ক্রাইম নিউজকে বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে জানা থাকলে কোন ভাবেই তাকে (বাহারকে) সভায় স্থান দেয়া হতো না।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp