বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

সারাবিশ্বে যেসব দেশে আজ ‘ঈদ’

ইসলাম ডেস্ক: রমজান মাসে রোজা পালনকারী মুমিন-মুসলমানদের জন্য শাওয়াল মাসের প্রথম দিন ‘ঈদ’। মুসলমানদের এ ধর্মীয় উৎসব চাঁদ দেখার ওপর নির্ভরশীল। চাঁদ দেখা সাপেক্ষে পালন করা হয় ঈদ। সে হিসেবে আজ বিশ্বের অনেকে দেশেই মানুষ ঈদ উদযাপন করছে।

মসজিদুল হারামাইন খ্যাত দেশ সৌদি আরবে আজ ৪ জুন ঈদ পালন করছে। ঈদ উপলক্ষে সৌদি আরব শাওয়াল মাসের শুভেচ্ছা জানিয়েছে।

সৌদি আরবের সুপ্রিমকোর্ট ঘোষণা করেছে যে, ৪ জুন তারা শাওয়াল মাস গণনা শুরু করবে। আর এর সঙ্গে সঙ্গেই উদযাপিত হবে পবিত্র ঈদ-উল-ফিতর।

সুপ্রিমকোর্ট জানায়, গতকাল সোমবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ কিছুক্ষণ দৃশ্যমান ছিল। যার অর্থ হলো মঙ্গলবার শাওয়াল মাস শুরু এবং পালিত হবে ঈদ।

উল্লেখ্য যে, সৌদি আরবের সুপ্রিমকোর্ট সোমবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ তালাশ করা এবং তা চিহ্নিত করার আহ্বান জানায়।

এদিকে মধ্যপ্রাচ্য ও এশিয়ার বেশ কিছু দেশের সঙ্গে ইউরোপ, আমেরিকার অনেক দেশ আজ ঈদ উদযাপন করছে। তারা হলো- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ পুরো ইউরোপ। তারা শাওয়ালের চাঁদ দেখেই উদযাপন করছে ঈদ।

আমেরিকায় বসবাসরত মুসলিমরা শাওয়ালে চাঁদ দেখেছে। আর এ কারণেই তারা ৪ জুন ঈদ উদযাপন করছে। তারা ৩ দিনব্যাপী এ উৎসব উদযাপন করবে।

কানাডায় বসবাসরত মুসলিমরাও দেখেছে ১৪৪০ হিজরির শাওয়াল মাসের চাঁদ। তাই তারাও ৪ জুন ঈদ উৎসব উদযাপন করছে আজ। মুসলিমদের সঙ্গে পুরো কানাডা এ উৎসবে অংশ নিচ্ছে।

যুক্তরাজ্যসহ পুরো ইউরোপের স্থানীয় মসজিদে মসজিদে ৪ জুন ঈদ পালনের ঘোষণা দিয়েছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp