বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

৩ হাজার সিনেমা হলে মুক্তি পেল সালমানের ‘দাবাং থ্রি’

অনলাইন ডেস্ক :: অবশেষে মুক্তি পেল সালমান খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘দাবাং থ্রি’। আজ শুক্রবার ভারতের ৩ হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে সিনেমাটি। হিন্দি ভাষার পাশাপাশি কন্নড়, তামিল ও তেলুগুতেও ডাবিং করা হয়েছে ছবিটি। মুক্তির আগেই নানা কারণে আলোচনায় ছিলো ‘দাবাং থ্রি’।

সাড়া ফেলে ছিলো সিনেমার টিজার, ট্রেলার, গান। সব মিলিয়ে ছবিটির ভালো ব্যবসা হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, ‘দাবাং থ্রি’ মুক্তির দিনেই আয় করবে ২৫ থেকে ৩০ কোটি রুপি। সালমান খানের এর আগের মুক্তি পাওয়া ‘ভারত’ ছবিটি মুক্তির দিন ৪২ কোটি রুপি আয় করেছিলো।
এর আগে ‘দাবাং’ -এর দুটো ছবিতেই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের নানা কাণ্ড কারখানা দেখেছেন সিনেদর্শক। তবে চুলবুল পাণ্ডের এই দৌর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার হযে ওঠার নেপথ্যের কাহিনিটা দেখানো হচ্ছে এই পর্বে।

২০১০ সালে অভিনব কাশ্যপের পরিচালনায় মুক্তি পেয়েছিল দাবাং, এরপর দাবাং ২-এর পরিচালক হিসেবে দেখা গেছে আরবাজ খানকে। আর এই ছবিটি পরিচালনা করেছেন প্রভুদেবা।

‘দাবাং থ্রি’তে সালমানের বিপরীতে অভিনয় করছেন সোনাক্ষি সিনহা। এই ছবিতে আরো রয়েছেন সোনু সুদ ও প্রমোদ খান্না।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp