বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

জয়ার নতুন ছবি ‘ক্রিসক্রস’

জয়া আহসানের নতুন আরেকটি ছবি মুক্তি পাচ্ছে কলকাতায়। তাঁর এবারের ছবি ‘ক্রিসক্রস’। পরিচালক বিরসা দাশগুপ্ত। আগামী ১০ আগস্ট ছবিটি মুক্তি পাবে৷ গতকাল শনিবার ছবিটির টিজার এসেছে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় জয়া বলেন, ‘“ক্রিসক্রস” পাঁচ লড়াকু মেয়ের গল্প। ছবিতে আমার চরিত্রের নাম মিস সেন। তার জীবনে রয়েছে অনেক জটিলতা। সে কিছুটা জেদ করে বেছে নিয়েছে একাকিত্ব।’ আরও জানালেন, আজ রোববার সন্ধ্যায় ছবিটির প্রথম গান ইউটিউবে অবমুক্ত করা হবে।

ছবিতে জয়া আহসানের চরিত্রের ব্যাপারে জানা গেছে, সমাজের ঝকঝকে উঁচু স্তরের একজন প্রতিনিধি মিস সেন৷ জীবনে যা করতে চেয়েছেন, তাতেই সফল হয়েছেন। তার আছে বিলাসবহুল বাড়ি আর দামি গাড়ি। কিন্তু সবকিছুর মাঝে আছে একাকিত্বের কষ্ট আর যন্ত্রণা। জয়া ‘বিসর্জন’ ছবির সেই ‘পদ্মা’ কিংবা ‘খাঁচা’র ‘সরোজিনী’ না, ‘ক্রিসক্রস’ ছবিতে শতভাগ আধুনিক। চুলে রং, পোশাকের নকশা আর সাজ চোখে পড়ার মতো। এর আগে প্রথম আলোকে জয়া বলেন, ‘আমরা পাঁচজন একসঙ্গে পর্দা ভাগাভাগি করেছি। আমি ছাড়া বাকি চারজনই কলকাতার অভিনেত্রী। একটি নতুন অভিজ্ঞতা হয়েছে। ছবিতে আমার চরিত্র স্বাধীন ও পাওয়ারফুল। সব কটি চরিত্র এত সুন্দর করে সাজানো হয়েছে যে শেষ দিকে সবাই এক জায়গায় এসে মিলে যায়।’

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ‘ক্রিসক্রস’ ছবি পাঁচজন নারীর লড়াকু জীবনের গল্প নিয়ে। এই পাঁচটি চরিত্রের নাম ইরা, সুজি, মিস সেন, রূপা আর মেহের৷ পাঁচজনের আলাদা আলাদা জীবন৷ কিন্তু কোথায় যেন তাঁদের প্রত্যেকের চমৎকার একটা মিল রয়েছে। তারা লড়াই করছে সমাজে টিকে থাকার জন্য। নিজের অবস্থান তৈরির পাশাপাশি অধিকার আদায়ের জেদ তাদের মনে। মুক্তি পাওয়ার স্বপ্ন দেখে তারা।

জয়া আহসানের ‘মিস সেন’ চরিত্রের ব্যাপারে জানা হয়ে গেছে। এবার ছবির অন্য চার নারীর প্রসঙ্গ। মিমি চক্রবর্তীর চরিত্রের নাম ‘ইরা’। আলোকচিত্রী। একা মায়ের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার৷ তাঁর চরিত্রের নাম ‘সুজি’৷ ‘রূপা’ একেবারেই ঘরোয়া মেয়ে। সোহিনি সরকার অভিনয় করেছেন এই চরিত্রে৷ ‘মেহের’ অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখে৷ এই চরিত্রে আছেন নুসরাত জাহান৷

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp