বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বরিশালে চাচার সাথে ভাতিজীর অনৈতিক সম্পর্কের অভিযোগ

শামীম আহমেদ ॥ চাচার সাথে ভাতিজীর অবৈধ সম্পর্কের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের। ওই ইউনিয়নের পশ্চিম মুন্ডপাশা গ্রামের ছাত্তার হাওলাদারের পুত্র মহসিন হাওলাদার জানান, ২০১৫ সালে শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের রাশেদ মীরার এক কন্যার সাথে প্রেমের সম্পর্কে আদালতের মাধ্যমে তার (মহসিন) বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে তিন বছরের একটি সন্তান রয়েছে। তিনি আরও জানান, বিয়ের পর তার স্ত্রী আপন চাচা বাবু মীরাসহ একাধিক অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এনিয়ে তাদের পরিবারে মাঝে মধ্যে ঝগড়া হতো। গত কয়েকদিন পূর্বে স্বচোখে স্ত্রীর সাথে তার চাচার অনৈতক সম্পর্ক দেখে মহসিন নিজেই আত্মহত্যা করার চেষ্টা চালায়। মহসিন আরও জানান, স্ত্রীর সাথে অভিমান করে ঢাকায় চলে গিয়ে কৌশলে স্ত্রীর কাছ থেকে মোবাইল ফোনে আপন চাচাসহ একাধিক অবৈধ সম্পর্কের বিষয়ে জানতে চাইলে অকপটেই তা মহসিনের কাছে স্বীকার করে। বিষয়টি নিয়ে গত ১৪ আগষ্ট মহসিন হাওলাদার বাদী হয়ে শিকারপুর ইউনিয়ন পরিষদে স্ত্রীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। সোমবার শালিশ বৈঠকের দিন ধার্য করা হলেও তার স্ত্রীর পরিবারের কেউ ইউনিয়ন পরিষদে হাজির হননি। অভিযোগ অস্বীকার করে তার স্ত্রী জানান, ২০১৫ সালে প্রেমের ফাদে ফেলে তাকে বিয়ে করে মহসিন। এনিয়ে মহসিনের চতুর্থ বিয়ে। বিয়ের কয়েক মাস পরই তার (মহসিন) নামের মামলাগুলো চালানোর জন্য যৌতুক দাবী করে মহসিন। তার দাবীকৃত যৌতুকের টাকা দিতে না পারায় তাকে জিম্মি করে অডিও রেকর্ডিং করে নিয়েছে সে (মহসিন)। এবিষয়ে সোমবার সকালে মহসিনের নামে বরিশাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত বাবু মীরার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি মোবাইল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি। শিকারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছরোয়ার হোসেন জানান, চাচার সাথে অনৈতিক সম্পর্কের বিষয়টি জানা নেই। তবে তাদের স্বামী-স্ত্রীর দ্বন্দের বিষয়টি নিয়ে সোমবার শালিস বৈঠকের কথা থাকলেও তা হয়নি।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp