বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

নিষেধাজ্ঞা অমান্য করে দৌলতখানের আড়তগুলোতে মাছ বিক্রি

দৌলতখান (ভোলা) প্রতিনিধি:: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার দৌলতখানে মাছের আড়তগুলোতে মৎস্য বিক্রিতে মেতে উঠেছে আড়তের মহাজনরা। জেলেরা মেঘনা থেকে মাছ শিকার করে নিয়ে আসলে আড়তের লোকজন তা উঠিয়ে এনে হাক-ডাক দিয়ে বেপারীদের কাছে বিক্রি করছে।

১লা মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ২ মাস ভোলার ইলিশা ঘাট থেকে চরপিয়াল এলাকা পর্যন্ত ৯০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রম ঘোষনা করেছে মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগ। এসব এলাকায় মাছধরা, পরিবহণ, বাজারজাত, ক্রয়-বিক্রিয় সম্পন্ন নিষেধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে মৎস্য সংরক্ষণ আইনে জেল-জরিমানার বিধান রয়েছে।

মঙ্গলবার (৩১মার্চ) বিকালে দৌলতখান সরকারি দিঘিরপাড় ও এছাক মোড় মাছ ঘাটে গিয়ে দেখা গেছে, জেলেরা মেঘনা থেকে মাছ শিকার করে তীরে আসলে আড়তের লোকজন তা উঠিয়ে এনে বেপারীদের কাছে হাক-ডাক দিয়ে বিক্রি করছে।

জানা যায়, বেপারীদের ওই ক্রয়কৃত মাছ তাদের গোপন ঘরে রেখে রাতের আধাঁরে ইঞ্জিন চালিত নসিমন দিয়ে পাঁচার করে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp