বরিশাল ক্রাইম নিউজ

বরিশাল ক্রাইম নিউজ

অন্যায়ের বিরুদ্ধে আমরা

Print Friendly, PDF & Email

বাউফলে ডায়ারিযা আক্রান্ত হয়ে মৃত্যু ৩, থামছেনা সংক্রমণ

তোফায়েল ইসলাম মিশু, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে ডায়রিয়া আক্রান্ত হয়ে পিয়ারা বেগম(৩৫) নামে এক নারী মারা গেছেন। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত পিয়ারা বেগম .নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকার সিদ্দিকুর রহমানের স্ত্রী। এ নিয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট তিন জনের মৃত্যু হয়েছে । এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাসিবুল ইসলাম।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, পিয়ারা বেগম ডায়রিয়ায় আক্রান্ত হলে মুমূর্ষ অবস্থায় গতকাল সোমবার রাত ৯ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। পরে চিকিৎসা চলাকালীন অবস্থায় রাত সাড়ে ৯ টার দিকে মারা যান তিনি। এর আগে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত ২৫ এপ্রিল বগা ইউনিয়নের দাউরা ভাংগা গ্রামের জাফর ফরাজীর কন্যা ৫ মাস বয়সী শিশু তানহা ও ১৮ এপ্রিল কেশবপুর ইউনিয়নের ভরিপাশা গ্রামের মোসাঃ খাদিজা বেগম (২৭) নামে আরো দু’জনের মৃত্যু হয়েছে।

এদিকে বাউফল উপজেলাসহ বরিশাল বিভাগের ৪ জেলায় বিগত ২ মাস ধরে চলছে ডায়রিয়ার প্রাদুর্ভাব। যা কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আইসিডিডিআর,বি এর তথ্য মতে জানা যায় বরিশাল বিভাগের নদী-নালা গুলোতে ডায়রিয়ার জীবানুর উপস্থিতির কারণে এরকম মহামারীর সংক্রমণ হচ্ছে।

শেয়ার করুন :
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on whatsapp
WhatsApp